ব্যবহারকারী:Faruqbinhabib

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Faruq Bin Habib

নাম ও পরিচয়[সম্পাদনা]

ছবি

ফারুক বিন হাবিব একজন বাংলাদেশী নাগরিক। তার মূল নাম খন্দকার ফারুক হুসাইন। বাবার নাম খন্দকার হাবিবুল আলম।

জন্ম ও পিতৃপরিচয়[সম্পাদনা]

তিনি ১৯৯৭ সালের ২০ শে সেপ্টেম্বরে নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানায় এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম খন্দকার হাবিবুল আলম, মাতার নাম মোসাম্মৎ ফেরদৌসী বেগম। তিন ভাই-বোনের মাঝে তিনিই সবচেয়ে ছোট। তার পরিবার ও বংশের মাঝে কেবল তিনিই মাদরাসায় লেখাপড়া করেন। বাকি প্রায় সবাই সাধারণ উচ্চশিক্ষায় শিক্ষিত।

শিক্ষাজীবন[সম্পাদনা]

ফাজিলপুর ব্রাক স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর তার বাবা তাকে উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন। তাবলীগ জামাতের সংশ্রবে গিয়ে পরবর্তীতে তিনি ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হলে ৬ষ্ঠ শ্রেণি পাশের পর ছেলেকে কওমী মাদরাসায় ভর্তি করে দেন। মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে ফারুক বিন হাবিব ধারাবাহিকভাবে কয়েকটি প্রসিদ্ধ মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া করেন। যথাঃ


  • নূনাইচ দারুল উলূম কওমী মাদরাসা, গোদাগাড়ী, সদর দিনাজপুর
  • শিক্ষাকালঃ ২০০৮-২০১০ খ্রিস্টাব্দ
  • বিষয়ঃ হিফজুল কুরআন


  • জামিয়া কারীমিয়া আরাবিয়া, রামপুরা, ঢাকা-১২১৯
  • শিক্ষাকালঃ ২০১১ খ্রিস্টাব্দ
  • বিষয়ঃ হিফজুল কুরআন


  • জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
  • শিক্ষাকালঃ ২০১২-২০১৫ খ্রিস্টাব্দ
  • শ্রেণীঃ এবতেদায়ী, তাইসীর, মীযান, নাহবেমীর


  • জামিয়া আবূ বকর সিদ্দীক (রাঃ), যাত্রাবাড়ী, ঢাকা-১২০৬
  • শিক্ষাকালঃ ২০১৫ খ্রিস্টাব্দ (রমজান)
  • বিষয়ঃ নাহু ও আরবী সাহিত্য কোর্স


  • মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
  • শিক্ষাকালঃ ২০১৬ খ্রিস্টাব্দ
  • শ্রেণীঃ হেদায়াতুন নাহু


  • জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
  • শিক্ষাকালঃ ২০১৬ (রমজান)
  • বিষয়ঃ ইংরেজি ভাষাশিক্ষা কোর্স


  • জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা, বাড়ী-২০২, জি-১১, রোড-৫, মোহাম্মদী হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
  • শিক্ষাকালঃ ২০১৭ থেকে বর্তমান
  • শ্রেণীঃ কাফিয়া, শরহে বেকায়া, জালালাইন, মেশকাত

বর্তমানে তিনি এখানেই 'ইসলামিক স্টাডিজ ও আরবী' বিষয়ে অনার্স পড়ছেন।