ব্যবহারকারী:Farhan Sakib/নতুন নিবন্ধ শুরু করণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র হল এমন এক ধরণের রাষ্ট্র যেখানে উত্তর-ঔপনিবেশিক সময় এ বিভিন্ন দাতা গোষ্ঠী কর্তৃক অর্থনৈতিক সাহায্য,ত্রাণ ইত্যাদি পাওয়া সত্ত্বেও নিজস্ব অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা,জি.ডি.পি.,জীবন যাত্রার মান ও সামাজিক মর্যাদা পাল্টাতে পারেনি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যেখানে উল্লেখযোগ্য হারে উন্নয়ন সাধিত হয় না এবং গণতন্ত্র,মানবাধিকার ইত্যাদি বিলুপ্ত প্রায় । আফগানিস্তান,ইরাক,সোমালিয়া,নাইজেরিয়া সহ মূলত মধ্যপ্রাচ্য,দক্ষিণ-পুর্ব এশিয়া,আফ্রিকার এবং মধ্য এশিয়ার কতিপয় দেশসমূহ ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত । তাছাড়ও ১৯৭০-৮০ দশকের লেবানন,কঙ্গো,কলম্বিয়া প্রভৃতি দেশগুলোও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত । ব্যর্থ রাষ্ট্র সমূহ কর্তৃক সৃষ্ট সমস্যাবলী ১। সন্ত্রাসবাদী কার্যক্রমকে সমর্থন প্রদান । ২। সন্ত্রাসীদের আশ্র্য় দান । ৩। গণতন্ত্র ধ্বংশের কারণ । ৪। মানবাধিকার লঙ্ঘন । ৫। মাদক ব্যবসাকে প্রশ্রয় দান । উল্লিখিত সমস্যাগুলো দমনের উদ্দেশ্যে ( অজুহাতে ) মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইরাকের বিরুদ্ধে Preemptive যুদ্ধ করেছে তেমনি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য প্রান্তের দেশগুলোর সাথেও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ।Farhan Sakib (আলাপ) ১৮:৩১, ৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)ফারহান সাকিব