বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Eftekhar Naeem/নোবিতা নবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নোবিতা নোবি বা নোবিতা ডোরেমন কার্টুনের একটি চরিত্র। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ও ডোরেমন কার্টুনের সহ-নায়ক। তিনি চশমা পরিধান করে থাকেন। তাকে বেশিরভাগ সময় হলুদ শার্ট পরিধান অবস্থায় দেখা যায়। তিনি একজন দুর্বল বালক পড়াশোনায় ভালো করতে পারেন না এবং খেলাধুলাতে তিনি খুবই দুর্বল। এছাড়াও তিনি একজনকে হিংসা করেন যার নাম ডেকিসুগি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিযুকা ডেকিসুগির প্রশংসা করে বলেই নোবিতা ডেকিসুগির উপর হিংসা পোষণ করে।