ব্যবহারকারী:Eftekhar Naeem/খেলাঘর/নিবন্ধ খসড়া
পাতার নাম:ব্যাংক একাউন্ট / Bank account
[সম্পাদনা]ব্যাংক একাউন্ট হলো একধরনের আর্থিক একাউন্ট যা গ্রাহকদের জন্য ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। ব্যাংক একাউন্ট হতে পারে- ডিপোজিট একাউন্ট,সেভিং একাউন্ট অথবা কারেন্ট একাউন্ট ৷
একাউন্ট গঠনপ্রণালী
[সম্পাদনা]ব্যাংক একাউন্ট খুললে কিছু সুবিধা ও অসুবিধা আছে। ব্যাংক অ্যাকাউন্টের ইতিবাচক দিক হলো ক্রেডিট ব্যালেন্স। এর ফলে ব্যাংক প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে ঋণ নিতে পারে৷ নেতিবাচক দিক হলো ডেবিট ব্যালেন্স। এর ফলে গ্রাহকগণ তার ব্যাংক একাউন্ট ব্যাবহার করে ব্যাংক থেকে আর্থিক ঋণ নিতে পারে। [১]
সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য তাদের নিজস্ব নাম রয়েছে যা তারা গ্রাহকদের জন্য রেখে থাকে। যেমন,
- ডিপোজিট অ্যাকাউন্ট
- লেনদেন অ্যাকাউন্ট
- চেকিং অ্যাকাউন্ট
- কারেন্ট অ্যাকাউন্ট
- ব্যক্তিগত অ্যাকাউন্ট
- লেনদেন ডিপোজিট
- লেনদেন অ্যাকাউন্ট
- সঞ্চয় অ্যাকাউন্ট
- অন্যান্য
অ্যাকাউন্ট খোলার বয়স
[সম্পাদনা]ব্যাংক অ্যাকাউন্ট খেলার জন্য প্রত্যেক দেশেই বয়স নিয়ে কিছু আইন কানুন আছে। প্রধানত প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স ) হলেই ব্যাংক অ্যাকাউন্ট খেলার যায়। তবে এর ব্যতিক্রম স্টুডেন্ট অ্যাকাউন্ট গুলোতে দেখা যাবে। গ্রাহকের বয়স ১৮ বছর না হলেও কিছু ব্যাংক শিক্ষার্থীদের জন্য এই সুবিধা দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে অবিভাবকের সাহায্য প্রয়োজন হয়। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What is debit balance? definition and meaning"। Businessdictionary.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১৭।
- ↑ https://www.bankingnewsbd.com/how-to-open-student-savings-account