ব্যবহারকারী:Drahfarid/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামীম হোসেন
চিত্র:Shamim Hossen sh2.jpg
জন্মআগস্ট ৭, ১৯৮৩
রাজশাহী জেলা,বাংলাদেশ
পেশাসাংবাদিকতা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
উল্লেখযোগ্য রচনাবলিধানের ধাত্রী
উল্লেখযোগ্য পুরস্কারকালি ও কলম পুরস্কার
সক্রিয় বছর২০০৫-বর্তমান
সন্তানকন্যা সন্তানের জনক

শামীম হোসেন বাংলাদেশী কবি। কবিতা লেখার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। দীর্ঘদিন রাজশাহী থেকে প্রকাশিত রাজশাহী পত্রিকায় কাজ করেছেন সাব-এডিটর হিসেবে। বর্তমানে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন-এ নিউজ এডিটর হিসেবে কর্মরত। কবিতা তার ধ্যান-জ্ঞান। কবিতায় তার অভিনবত্ব ইতোমধ্যেই সাহিত্যমহলের দৃষ্টি কেড়েছে। এজন্য তাকে ২০১৬ সালে কালি ও কলম সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে তার ধানের ধাত্রী কবিতাগ্রন্থের জন্য। ২০১৭ সালে তিনি বিশাল বাঙলা পুরস্কার পেয়েছে ডুমুরের আয়ু কাব্যগ্রন্থের জন্য।


জন্ম, ব্যক্তি ও পেশাগত জীবন[সম্পাদনা]

শামীম হোসেন (৭ আগস্ট ১৯৮৩) বাংলাদেশী লেখক। তাঁর জন্ম রাজশাহীতে। পিতা : সাদেক আলী, মাতা : আয়েশা খাতুন। তিনি মূলত কবি এবং কবিতামগ্ন মানুষ। কবিতার পেছনে ছুটতে গিয়ে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করা হয়ে ওঠে নি তার। কবিতা লেখার স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেছেন।মহাকালের স্রোতে পুরস্কার প্রেরণা দেয়: শামীম হোসেন পেশাগত জীবনে তিনি রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন-এর সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রাজশাহীর অন-লাইন পত্রিকা সাহেব-বাজার.কম-এর সাথে যুক্ত আছেন। সৎ ও নিষ্ঠাবান গণমাধ্যমকর্মী হিসেবে তার সুনাম আছে।[১]

সাহিত্যজীবন[সম্পাদনা]

দেড় দশকের বেশি সময় ধরে আত্মমগ্ন রয়েছেন তিনি কবিতাধ্যানে। কবিতার ধ্যান[২] কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘদিন যাবৎ প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। দীর্ঘদিন দৈনিকের সাহিত্য পাতা সম্পাদনার দায়িত্ব পালন করতে গিয়ে তার লেখালেখির অভিজ্ঞা বেড়েছে; তবে তিনি সংযত থেকেছেন অপরিমেয় রচনা থেকে। কালি ও কলম পুরস্কার[৩] এজন্যই প্রথম কবিতার বই ২০০৭ সালে প্রকাশের পর গত এক দশকে তার মাত্র ৪টি কবিতার বই প্রকাশ পেয়েছে।

গ্রন্থতালিকা[সম্পাদনা]

কবিতা
বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (২০০৭)
পাখি পাখি ভয় (২০১১)
উপমাংসের শোভা (২০১২)
শীতল সন্ধ্যা গীতল রাত্রি (২০১৩)
ধানের ধাত্রী (২০১৫)[৪]

ছড়াগ্রন্থ
এক তুড়ি ছয় বুড়ি (২০০৮)

পুরস্কার[সম্পাদনা]

অধ্যয়ন শিশু ফাউন্ডেশন পুরস্কার (২০০৬)
রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার (২০১১)
রূপান্তর সাহিত্য পুরস্কার (২০১৩)
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৫)
বিশাল বাঙলা পুরস্কার (২০১৭)[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদক, নিজস্ব (ফেব্রুয়ারি ৬, ২০১৬)। "কবি-লেখকরা জাতির বিবেক ও ভাষার পাহারাদার"দৈনিক অন-লাইন ভিত্তিক সংবাদ প্রকাশ। সম্পাদক অধ্যাপক ফজলুল হক। saheb-bazar24.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৭ 
  2. http://www.chintasutra.com/2016/08/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B0%E0%A7%88%E0%A6%96%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81/#.V6Y3e_Nt1ss.facebook
  3. http://www.kirtonkhola.com/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AE-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF/
  4. ঠাকুর, কমল। "ধানের ধাত্রী : শব্দচাষীর প্রেমের বয়ান"চিন্তাসূত্র। সেপ্টেম্বর ২, ২০১৫। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৭ 
  5. http://avdcslnaogaon.com/2017/03/09/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE/

বহিঃসংযোগ[সম্পাদনা]