বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:DeloarAkram/বিজিপাতা ১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আধুনিককালে রচিত একটি উল্লেখযোগ্য সীরাতগ্রন্থ, যেখানে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে।[১][২] বইটি লিখেছেন মাজিদা রিফা নামক একজন নারী লেখক। বইটি প্রাঞ্জল ভাষায় তথ্যভিত্তিকভাবে উপন্যাসের ভঙ্গিমায় বর্ণনা করা হয়েছে।[৩] বইটি রচনা করতে ইসলামের প্রাচীন ও শীর্ষ সীরাতগ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। নারীদের সীরাত রচনার ক্ষেত্রে এই গ্রন্থটি প্রামাণ্য হিসাবে কাজ করে থাকে।[৪] বইটি ২০১৮ সালের ১ অগাস্ট রাহবার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং ২০২৪ সালেই বইটি ৮ম সংস্করণ প্রকাশ পেয়েছে।[৫]

বিষয়বস্তু[সম্পাদনা]

লেখিকা বইটি ৫২টি অনুচ্ছেদে ৪৮০ পৃষ্ঠায় বইটি রচনা করেছেন।[৬] রাসুলের বাল্যকাল থেকে শুরু করে যুদ্ধের জীবনী সবকিছু বইতে স্থান পেয়েছে। সাহাবীগণ রাসুলকে কতটুকু ভালোবাসতেন সেটা বইতে রুপায়ন করা হয়েছে। বইটি ইতিহাসের বর্ণনা গল্পের মাধ্যমে সুখকর করা হয়েছে। বইপড়ুয়াদের গুডরিডস ওয়েবসাইটে বইটি ৪.১৬/৫.০০ রেটিং পেয়েছে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'মহানবী সা.'—সিরাতবিষয়ক চমৎকার বই"banglanews24.com। ২০১৯-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  2. আখতারুজ্জামান, যুবায়ের বিন (১৯৭০-০১-০১)। "বিশ্বনবীর জীবনী জানতে সহায়তা করবে যে ৭ 'সিরাতগ্রন্থ'"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  3. "বিগিনারদের জন্য অবশ্যপাঠ্য বিশটি বই"মিম্বার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  4. হাসান, মাহদি (২০২০-০৫-২৫)। "বাংলাভাষায় রচিত ও অনূদিত সিরাতগ্রন্থ: পরিচিতি ও পর্যালোচনা"সংকলন.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  5. "মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) - মাজিদা রিফা"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  6. সাথী, মুরশিদা (২০২০-১২-১০)। "সীরাত রিভিউঃ মহানবী সা."Mohioshi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  7. "মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)"Goodreads (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬