ব্যবহারকারী:Debjitpaul10
— উইকিপিডিয়ান ♂ — | |
নাম | দেবজিৎ পাল |
---|---|
জন্ম | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত | সেপ্টেম্বর ২৪, ২০০০
জাতীয়তা | ভারতীয় |
দেশ | ![]() |
ভাষা | বাংলা, ইংরেজি, হিন্দি, ফরাসি |
জাতিতত্ত্ব | বাঙালি |
শিক্ষা এবং কর্মসংস্থান | |
পেশা | ছাত্র |
শিক্ষা | বিএসসি ২য় বর্ষ |
উচ্চ বিদ্যালয় | শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় |
কলেজ | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
শখ, পছন্দ এবং বিশ্বাস | |
ধর্ম | অজ্ঞেয়বাদ |
যোগাযোগের তথ্য | |
ইমেল | dpaul.1007@gmail.com |
ফেসবুক | debjit.paul.94043 |
টুইটার | pauldebjit34 |
অ্যাকাউন্ট পরিসংখ্যান | |
যোগদান | ডিসেম্বর ৬, ২০১৪ |
সম্পাদনা সংখ্যা | আমার অবদান |
My story | |||||||||||||||
|
নমস্কার! আমি, দেবজিৎ পাল, একজন ভারতীয় বাঙালি এবং বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারী।
বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা বাংলা আমার মুখের ভাষা হওয়ায় আমি সত্যিই গর্বিত! কিন্তু হাজার বছরের পথ চলার পর বিশ্বায়নের প্রভাবে আজ বাংলার সেই অতীতের উজ্জ্বল গৌরব যেন কিছুটা ম্লান। তাই উইকিপিডিয়া, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলা নিজের স্থান করে নিলেও তার পথ চলা অনেক বাকি। তাই আমি বাঙালি হয়ে সেই হৃতগৌরব পুনরুদ্ধার করার এক ক্ষুদ্র প্রয়াস করছি বাংলা উইকিপিডিয়ায় অবদানের মাধ্যমে।
পরিচয়[সম্পাদনা]
আমার জন্ম ২০০০ সালের ২৪শে সেপ্টেম্বর, ভারতের শিলিগুড়ি শহরে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। পদার্থবিদ্যা, ভাষাতত্ত্ব, সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতিতে যথেষ্ট আগ্রহ রয়েছে।
অবদান[সম্পাদনা]
একজন উইকিপিডিয়ান হিসেবে, আমি উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ যেমন তৈরি করেছি, তেমনি যে সব নিবন্ধ অসম্পূর্ণ ছিল (মূলত বাংলায়), সেগুলোকে সম্পূর্ণ এবং রঙিন করে তুলতে সহায়তা করছি। ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে, অনুবাদকে যতটা সম্ভব যথাযথ আর অর্থপূর্ণ রাখার চেষ্টা করে চলছি।
আমার অবদান দেখতে এখানে যান: আমার অবদান।
২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রথম উইকিপিডিয়ায় অবদান করি। বর্তমানে সক্রিয়ভাবে উইকিপিডিয়ায় যোগদান করার চেষ্টা করছি। উইকিপিডিয়ায় আমার অনুবাদ করা প্রথম নিবন্ধ ছিল: মহাভারত।
নিবন্ধ লিখবার সময় যথাসম্ভব সতর্কভাবে লিখেছি। বাংলা আকাদেমি প্রবর্তিত নতুন বানানবিধি, ণত্ব-ষত্ব, সন্ধির নিয়ম মেনে চলেছি এবং বহুল প্রচলিত ব্যাকরণগত ভুলকে সাধ্যমতো উপেক্ষা করেছি। জটিল বিষয়ের ক্ষেত্রে নিবন্ধটি আগে বুঝে নিয়ে তারপর অনুবাদ করেছি।
এছাড়াও আমি গুগল ট্রান্সলেটে বাংলার উন্নতির জন্য নিয়মিত অবদান করি। (বিস্তারিত জানুন: গুগল ট্রান্সলেট কমিউনিটি)
সর্বোপরি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে বাঙালি তথা বিশ্ববাসীর লাভ হলে খুশি হব। ধন্যবাদ!