ব্যবহারকারী:DESTINATION.BISWAJIT/তোকুগাওয়া শোগুনতন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শোগুন কথার অর্থ প্রধান সেনাপতি(generalissimo)। শোগুন হলো দেশের প্রধান শাসক,সম্রাট নামমাত্র শাসক হিসেবে টিকে থাকেন। শগুনের শাসন কে বলা হয় বাকফু। দ্বাদশ শতক থেকে জাপানে সামন্ত প্রভুরা ক্ষমতা অধিগ্রহণ করেছিল। মিনামোতো জোরিতোমো জাপানে ক্ষমতা দখল করে কামাকুরাকে কেন্দ্র করে শগুনতন্ত্র গঠন করেন।

চতুর্দশ শতকে আশিকাগা তাকাওজি কিয়োটোকে কেন্দ্র করে দ্বিতীয় শোগুনতন্ত্র গঠন করেন। ষোড়শ শতকের মধ্যভাগ থেকে শাসনের অধিকার নিয়ে সামন্তদের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। ওদা নোবুনাগা,তোয়াটোমি হিদেয়োশি এবং  টোকুগাওয়া ইয়েযাসু এই তিনজন সামন্ত শাসক এই গৃহযুদ্ধে জড়িত ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দের সেকিগাহারার যুদ্ধে টোকুগাওয়া ইয়েযাসু অন্যদের পরাস্ত করে ক্ষমতা দখল করেন।টোকুগাওয়া শোগুনতন্ত্র ১৬০৩ থেকে ১৮৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেছিল। ১৮৬৭ খ্রিস্টাব্দে সম্রাট মুৎসুহিতো ক্ষমতা ফিরে পেলে শোগুনতন্ত্রের পতন ঘটে এবং পুনরায় মেজি শাসন প্রতিষ্ঠা লাভ করে।