ব্যবহারকারী:Chowdhury Motahar/ইজরায়েলের ভূমি
অবয়ব
ইসরায়েল ভূমির অবস্থান এশিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে। এই এলাকাটি মূলত সমভূমি। দক্ষিণে বিশাল নেগেভ মরুভূমি আর উত্তরে বরফাবৃত পর্বতমালা নিয়ে এই ভূমি। দক্ষিণে লোহিত সাগরে একটা ছোট প্রবেশপথ আছে। বিশ্ব মানচিত্রে ইজরায়েল একটা বিষফোড়া বলা যায়। দখলদার এই ইহুদি গোষ্ঠী এই এলাকায় তাদের দমন-নিপীড়নের মাধ্যমে দখলদারিত্ব বজায় রেখেছে। তারা কখনই এই এলাকায় অন্যদের সাথে শান্তি পূর্ণ সহাবস্থান বজায় রাখতে চায় না।