ব্যবহারকারী:Chandan paul.Dhaka college/ইনভিসিবল ম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হারবার্ট জর্জ ওয়েলস এর একটি অন্যতম বৈজ্ঞানিক কল্পকাহিনী ইনভিসিবল ম্যান বা অদৃশ্য মানব। বইটির রচনাকাল ১৯০০ -১৯২০ সালের মাঝামাঝি। সাসেক্সের শান্ত নিরিবিলি গ্রাম আইপিংয়ে উদ্ভব হয় এক রহস্যময় অতিথি। এই অতিথিই এই উপন্যাসের প্রধান চরিত্র। যার আসল নাম গ্রিফিন। যিনি মলিকিউলার ফিজিক্স এর একজন ছাত্র। তিনি আবিষ্কার করেন যে,কোন বস্তু দেখা যাবে কি যাবে না তা নির্ভর করে আলোর ওই বস্তুর ক্রিয়ার ওপর। যে কোন বস্তু হয় আলো শুষে নেবে অথবা আলো প্রতিফলিত কিংবা প্রতিসরিত করবে, নয়তো এর সবগুলোই করবে। যদি কোন বস্তু আলো প্রতিফলিত কিংবা প্রতিসরিত না করে, এমনকি আলো শোষণ ও না করে তাহলে সে -বস্তু দৃষ্টিগ্রাহ্য হতে পারে না। তিনি এই তত্বের উপর ভিত্তি করে নিজেকে অদৃশ্য করতে সমর্থ হয়। এই কাহিনী যেমন বিচিত্র তেমনি করুণ।