বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Bobtheblogger/কিষাণ ক্রেডিট কার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিষাণ ক্রেডিট কার্ড (KCC) স্কিমটি কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) দ্বারা তৈরি করা হয়েছিল। এই স্কিমে ভারত সরকার কৃষকদের ২% সুদের সাবভেনশন এবং ৩% প্রম্পট রিপেমেন্ট ইনসেন্টিভ প্রদান করে থাকে।

এই কার্ডের সাহায্যে কৃষকদের অনেক কম সুদে প্রয়োজন মত ঋণ যোগানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে।[১]

উদ্দেশ্যঃ[সম্পাদনা]

কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের উদ্দেশ্য হল কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয়তার সরলীকরণ করা এবং ব্যাঙ্কিং ব্যবস্থার সাহায্যে সঠিক সময় পর্যাপ্ত ঋণ প্রদান করা। যার মধ্যে হলঃ-

  • ফসল চাষের জন্য স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজনীয়তা।
  • ফসল কাটার পরের খরচের জন্য ঋণ প্রদান করা।
  • বিপণন ঋণের যোগান দেওয়া।
  • কৃষক পরিবারের খরচের ক্ষেত্রে ঋণের প্রয়োজনীয়তা।
  • খামারের সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য কার্যকরী মূলধন।
  • পশু, পাখি, মাছ, চিংড়ি, অন্যান্য জলজ প্রাণী ধরার জন্য স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজনীয়তা।[২]

যোগ্যতাঃ[সম্পাদনা]

  • স্বতন্ত্র বা যৌথ সকল কৃষকগণ।
  • ভাড়াটিয়া কৃষক, মৌখিক ইজারাদার এবং ভাগ চাষি ইত্যাদি।
  • স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) অথবা কৃষকদের যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী (জেএলজি) সহ ভাড়াটিয়া কৃষক প্রভৃতি।
  • অভ্যন্তরীণ মৎস্য ও জলজ চাষ - মৎস্যজীবীগণ ব্যক্তি, স্বনির্ভর বা যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী অথবা মহিলা গোষ্ঠী এবং অংশীদারী বা ভাড়াটিয়া মৎস্য চাষী হতে পারেন। সুবিধাভোগীদের অবশ্যই মৎস্য সংক্রান্ত যে কোনও ক্রিয়াকলাপ যেমন পুকুর, ট্যাঙ্ক, উন্মুক্ত জলাশয়, রেসওয়ে, হ্যাচারি, লালন-পালন ইউনিট, মাছ চাষ এবং মাছ ধরা সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য লাইসেন্স থাকতে হবে।
  • সামুদ্রিক মৎস্য - উপরে তালিকাভুক্ত সুবিধাভোগী যাদের মোহনা এবং সমুদ্রে মাছ ধরার নৌকা বা জাহাজ রয়েছে বা যারা ইজারা দেন অথবা যাদের কাছে মোহনা এবং খোলা সমুদ্রে মাছ চাষ/মেরিকালচার কার্যক্রম এবং অন্য কোনো রাজ্যের সাথে মৎস্য ও সংশ্লিষ্ট কার্যক্রমের লাইসেন্স আছে।
  • হাঁস-মুরগি এবং ছোট খামারী -  হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, শুয়োর, খরগোশ, পাখির খামারির মালিক বা ভাড়া/লিজ দেওয়া ব্যক্তিগত বা যৌথ ঋণগ্রহীতা, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী বা স্ব-সহায়ক গোষ্ঠীগুলি।
  • ডেয়ারি- দুগ্ধ খামারির মালিক/ভাড়া/লিজড দেওয়া ব্যক্তিগত বা যৌথ ঋণগ্রহীতা, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী বা স্ব-সহায়ক গোষ্ঠীগুলি।[৩]

ঋণের পরিমাণঃ[সম্পাদনা]

এক বছরে একক ফসল কৃষকদের ক্ষেত্রেঃ[সম্পাদনা]

যে বিষয়গুলির ওপর নির্ভর করে প্রথম বছরের স্বল্পমেয়াদী ক্রেডিট সীমা নির্ধারিত হয় সেগুলি হলঃ-

  • ফসল চাষের ধরণ (ক্রোপিং প্যাটার্ন) এবং ফসল প্রতি খরচের পরিমান (স্কেল অফ ফিনান্স)।
  • ফসল-পরবর্তী খরচ/গৃহস্থালীর কাজে ব্যবহৃত খরচ/ বিশেষ কোন কাজে ব্যবহারের জন্য খরচ।
  • খামার সম্পদের রক্ষণাবেক্ষণ খরচ, ফসল বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা প্রকল্প (PAIS) এবং সম্পদ বীমা।
  • ফসলের জন্য অর্থের স্কেল (জেলা স্তরের কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী) x চাষকৃত এলাকার পরিমাণ + ফসল কাটার পরবর্তী খরচের জন্য ১০% / গৃহস্থালি খরচ/ বিশেষ কাজে খরচ + খামার সম্পদের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ২০% খরচ + ফসল বীমা , ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং সম্পদ বীমা।
  • প্রতি বছর (২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম বছর) ঋণের সীমা ১০% হারে বাড়ানো হবে।

বছরে বহু ফসল কৃষকদের ক্ষেত্রেঃ[সম্পাদনা]

বছরে একাধিক ফসল চাষের কৃষকদের ক্ষেত্রে প্রথম বছরের প্রস্তাবিত ফসল চাষের ধরণের উপর নির্ভর করে সীমা নির্ধারণ করা হয় এবং খরচ বৃদ্ধির জন্য বছর প্রতি (২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম বছর) ঋণের সীমা অতিরিক্ত ১০% হারে বাড়ানো হয়। সাধারন ভাবে ধরে নেওয়া হয় যে কৃষক বাকি চার বছরের জন্য একই ফসল চাষের ধরণ গ্রহণ করবেন। পরবর্তী বছরে কৃষকের ফসল পরিবর্তন হলে, ঋণের সীমা পুনরায় যাচাই করা হবে।

মেয়াদী ঋণঃ[সম্পাদনা]

জমির উন্নয়ন, ক্ষুদ্র সেচ ব্যবস্থা, খামার সরঞ্জাম ক্রয় করা এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কাজে বিনিয়োগের জন্য মেয়াদী ঋণ দেওয়া হয়। সেক্ষেত্রে ব্যাঙ্ক কৃষি ও সংশ্লিষ্ট ক্রিয়াকলাপ এবং পূর্বের ঋণ পরিশোধের ক্ষমতার ওপর ভিত্তি করে বর্তমান মেয়াদী ঋণ এবং কার্যকরী মূলধনের সীমা নির্ধারণ করতে পারে।

সর্বাধিক অনুমোদিত সীমাঃ[সম্পাদনা]

স্বল্পমেয়াদী ঋণের সীমা ৫ম তম বছর পর্যন্ত ধরা হবে এবং প্রয়োজনে তার বেশী সময়ের ক্ষেত্রে তা দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে সর্বাধিক অনুমোদিত সীমা (MPL) বিবেচিত হবে এবং সেটিই কিষাণ ক্রেডিট কার্ডের সীমা হিসাবে গণ্য হবে।

প্রান্তিক কৃষকদের ক্ষেত্রেঃ[সম্পাদনা]

এক্ষেত্রে জমির উপর ভিত্তি করে এবং ফসল তোলার পরে গুদামজাত করার খরচ, খামার রক্ষণাবেক্ষণের খরচ, এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য  ₹১০,০০০ থেকে  ₹৫০,০০০ একটি নমনীয় সীমা (ফ্লেক্সি কেসিসি) প্রদান করা হয়। এক্ষেত্রেও সময়সীমা ৫ বছর করা হয়েছে এবং ফসল চাষের ধরণ ও ফসল প্রতি খরচের পরিমানের ওপর নির্ভর করে প্রয়োজন অনুসারে ঋণের সময়সীমা বাড়ানো যেতে পারে।

মৎস্য চাষ ও পশুপালনের ক্ষেত্রেঃ[সম্পাদনা]

এক্ষেত্রে জেলা স্তরের কারিগরি কমিটি (DLTC) দ্বারা প্রতি একর, প্রতি ইউনিট, প্রতি পশু/পাখি ইত্যাদির স্থানীয় খরচের ভিত্তিতে একটি অর্থের মাপ নির্ধারণ করা হয়। মৎস্য চাষের কার্যকরী মূলধনের ক্ষেত্রে মাছের খাদ্য, জ্বালানী খরচ, বরফ, বিদ্যুৎ, মুরিং/ল্যান্ডিং, কাজের শ্রম, বিপণনের খরচ প্রভৃতি বিচার করা হয়ে থাকে।

পশুপালনের কার্যকারী মূলধনের ক্ষেত্রে পশু খাদ্য, পশু চিকিৎসা, শ্রম, জল, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির পুনরাবৃত্ত খরচ ধরা হয়ে থাকে।[৪]

কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাঃ[সম্পাদনা]

এই কার্ডের সাথে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে-

  • প্রয়োজন অনুসারে সময়মত ঋণের যোগান।
  • প্রতিটি ফসলের ক্ষেত্রে ঋণের জন্য আবেদন করতে হবে না।
  • যে কোনো সময়ে ঋণের নিশ্চিত প্রাপ্যতা কৃষকের জন্য সুদের বোঝা হ্রাস করে।
  • সময়মত ঋণের যোগান কৃষকদের সুবিধামত এবং পছন্দ অনুযায়ী বীজ, সার কিনতে সাহায্য করে।
  • ডিলারদের কাছ থেকে নগদ-উপলভ্য ছাড়ে কিনতে সাহায্য করে।
  • কৃষি আয়ের উপর ভিত্তি করে সর্বোচ্চ ঋণসীমা প্রদান করা হয়।
  • ক্রেডিট সীমা অনুযায়ী যে কোনো পরিমাণ উত্তোলন করা যাবে।
  • ফসল তোলার পর শোধ করলেই হবে।[৫]

কিষাণ ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় নথিঃ[সম্পাদনা]

  • যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র।
  • পরিচয় প্রমাণ- আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট।
  • ঠিকানার প্রমাণ- আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি।
  • ১ লক্ষ ৬০ হাজার টাকার অধিক লোণের ক্ষেত্রে আবেদনকারীর জমির কাগজ দরকার হবে।[৬][৭]

ব্যক্তিগত দুর্ঘটনা বীমা প্রকল্পঃ[সম্পাদনা]

KCC স্কিম, দুর্ঘটনার ফলে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ঝুঁকি কভারেজ দিয়ে থাকে, যেমন দুর্ঘটনার কারণে (দুর্ঘটনার ১২মাসের মধ্যে) মৃত্যু হলে ৫০,০০০ টাকা ধারকের উত্তরাধিকারীকে দেওয়া হয়। এছাড়া স্থায়ী অক্ষমতা যেমন একটি অঙ্গ বা একটি চোখ হারানোর ক্ষেত্রে ২৫,০০০ টাকা ও দুটি অঙ্গ বা দুটি চোখের ক্ষেত্রে মোট ৫০,০০০ টাকা দেওয়া হয়।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kisan Credit Card"myScheme - One-stop search and discovery platform of the Government schemes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৮ 
  2. "Revised Kisan Credit Card Scheme"vikaspedia 
  3. দাশ, সোহম। "কিষাণ ক্রেডিট কার্ড কি ও তার সুবিধা, ফর্ম এবং কিভাবে বানাবেন জানুন"যোজনা 
  4. "Revised Kisan Credit Card Scheme"vikaspedia 
  5. "Revised Kisan Credit Card Scheme"vikaspedia 
  6. দাশ, সোহম। "কিষাণ ক্রেডিট কার্ড কি ও তার সুবিধা, ফর্ম এবং কিভাবে বানাবেন জানুন"যোজনা 
  7. "Revised Kisan Credit Card Scheme"vikaspedia 
  8. "Revised Kisan Credit Card Scheme"vikaspedia