ব্যবহারকারী:Blackbirdnsi/জাতীয় নিরাপত্তা গোয়েন্দা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (National Security Intelligence) সাধারণত এনএসআই (NSI) নামে পরিচিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর প্রধান গোয়েন্দা সংস্থা। এ সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত।. এনএসআই বাংলাদেশের অভ্যন্তরিণ নিরাপত্তা, কাউন্টার টেরোরিজম, প্তি-গোয়েন্দাবৃত্তি(Counter intelligence) এবং বৈদেশিক গোয়েন্দাবৃত্তির ক্ষেত্রে বাংলাদেশের প্রধান সংস্থা। এনএসআই বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান গোয়েন্দা সংস্থা। এনএসআই এর পাশাপাশি বাংলাদেশে আরও কয়েকটি ছোট পরিসরে এবং স্বল্প ক্ষমতার গোয়েন্দা সংস্থা রয়েছে, যেমন ডিজিএফআই(DGFI), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা(SB), সিআইডি(CID), পিবিআই(PBI), Army Intelligence, Naval Intelligence ইত্যাদি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা স্বাধীন এবং বিশ্বমানের গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত এবং এর কর্ম পরিধিও ব্যপক। বিশ্বজুড়ে ১৯টি দেশে ৩৭টি শাখা অফিসের মাধ্যমে বৈদেশিক গোয়েন্দাবৃত্তির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করণের কার্যক্রম চলছে। এছাড়া খুব দ্রুতই অন্যান্য দেশে এর অফিসস্থাপণের পরিকল্পণা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলা এবং কিছু কিছু উপজেলায় কার্যালয়/ফিসস্থাপণের মাধ্যম্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করণের কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যালয় সমূহের কার্যক্রম সম্পাদণের জন্য যুগ্ম-পরিচালক(উপ-সচিব)/উপ-পরিচালক(সিঃসহকারী সচিব)/সহকারী পরিচালক(সহকারী সচিব) পদমর্যাদার কর্মকর্তাগণ নিয়োজিত রয়েছেন।
বাংলাদেশের সবচেয়ে বড়, সর্বেোচ্চ এবং একমাত্র স্বাধীণ গোয়েন্দা সংস্থা হিসেবে দেশের নিরাপত্তা নিশ্চিত করণে এ সংস্থার প্রধান কাজ হলো দেশি-বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি ,ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য পতি-গোয়েন্দা(Counter-Intelligence against foreign Intelligence Agencies) কার্যক্রম গ্রহণ করা।
গঠন
[সম্পাদনা]- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর হলেও এসংস্থার মহাপরিচালক/Director General(D.G) এর পদমর্যাদা বাংলাদেশ সরকারের সচিব সমমান।
- মহাপরিচালক/Director General(D.G), এনএসআই প্রতিষ্ঠালগ্ন হতেই ম্যাজেট্রেসি ক্ষমতাসহ গ্রেফতারি(পুলিশি) ক্ষমতা প্রাপ্ত। এবং তাঁর এ ক্ষমতা লিখিত আদেশের মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রদান করতে পারেন।
- এনএসআই প্রায় পুরোপুরি সিভিলিয়ান জনবলের মাধ্যমে গঠিত। কিছু কিছু পদে স্বল্প সময়ের জন্য কিছু দক্ষ জনবল ডেপিুটেশনের মাধ্যমে এ সংস্থায় পদায়ন করা হয়ে থাকে।
সাংগঠনিক কাঠামো
[সম্পাদনা]জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র সাংগঠনিক কাঠামো ব্যপক এবং বিশাল। এ সংস্থা বর্তমানে ০৮) আটটি উইং বা স্তম্বের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে। যেমনঃ
- বহিঃ উইং (Directorate of External), বৈদেশিক গোয়েন্দাবৃত্তি এবং পতি-গোয়েন্দাবৃত্তি কার্যক্রম।
- সীমান্ত উইং (The Directorate of Border), বাংলাদেশের সীমান্ত ভিত্তিক গোয়েন্দাবৃত্তি এবং পতি-গোয়েন্দাবৃত্তি কার্যক্রম।
- অভ্য উইং (The Directorate of Internal), বাংলাদেশের অভ্যন্তরে গোয়েন্দাবৃত্তি এবং পতি-গোয়েন্দাবৃত্তি কার্যক্রম। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনিয় কার্যrক্রম গ্রহণ করা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র সবচেয়ে বড় এবং বৃস্তিত উইং এটি এবং এর কার্য-পরিধি ব্যপক ও বিশাল।
- নিরাপত্তা উইং (The Directorate of Security), বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করণের জন্য প্রয়োজনিয় কার্যক্রম গ্রহণ এবং সরকার ঘোষিত ভিভিআইপি-দের নিরাপত্তা প্রদান।
- প্রশাসন উইং (The Directorate of Administration), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র জনবল ব্যবস্থাপণা এবং গোয়েন্দাবৃত্তি কার্যক্রমের জন্য প্রয়োজনিয় লজিস্টিক সার্পোট প্রদান।
- প্রশিক্ষণ উইং (The Directorate of Training), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র জনবলের সঠিক প্রশিক্ষণ প্রদান, মানোন্নয়ন এবং সরকারী বিভিন্ন সংস্থাকে গোয়েন্দা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করণ।
- নগর অভ্যঃ উইং (The Directorate of City Internal), বাংলাদেশের মহানগরীসমূহে গোয়েন্দাবৃত্তি এবং পতি-গোয়েন্দাবৃত্তি কার্যক্রম। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনিয় কার্যrক্রম গ্রহণ করা।
- কাউন্টার টেরোরিজম উইং (The Directorate of Counter Terrorism), টেরোরিস্টদের কার্যক্রম প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং কৈদেশিক জন্য এবং প্রয়োজনিয় কার্যrক্রম গ্রহণ করা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র সবচেয়ে বড় এবং বৃস্তিত উইং এটি এবং এর কার্য-পরিধি ব্যপক ও বিশাল।
বিভিন্ন উইং এর অধীনে একাদিক শাখা রয়েছে এবং তারা বিভিন্ন ধরণের কার্যক্রমের সাথে জড়িত। যেমন টেকনিক্যাল শাখা সকল ধরণের প্রযুক্তিগত সার্পোট প্রদান করে থাকে এবং প্রশাসন শাখা সকল ধরণের লজিস্টিক সার্পোট প্রদান করে থাকে।
পদক্রম
[সম্পাদনা]- মহাপরিচালক/Director General (DG) [সচিব সমমান]
- পরিচালক/Director [অতিরিক্ত সচিব/পুলিশের ডিআইজি]
- অতিরিক্ত পরিচালক/Additional Director (AdD) [যুগ্ম-সচিব]
- যুগ্ম-পরিচালক/Joint Director (JD) [উপ-সচিব]
- উপ-পরিচালক/Deputy Director (DD) [সিনঃ সহকারী সচিব]
- সহকারী পরিচালক/Assistant Director (AD) [সহকারী সচিব] *** ১ম শ্রেণীর গেজেটেড অফিসার।
- Field Officer (FO) [সাব-ইনেসপেক্টর অব পুলিশ সমমান] ** ২য় শ্রেণীর গেজেটেড অফিসার।
- assistance subintspactor(Asi)police officer
- Junior Field Officer (JFO)
- Armed nayek(Nco)Police officer
- Watcher Constable (WC)
- Armed Constable (AC) [Police Constable]
- other staff.
দায়িত্ব
[সম্পাদনা]বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করণে এ সংস্থার প্রধান কাজ হলো দেশি-বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি ,ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য পতি-গোয়েন্দা(Counter-Intelligence against foreign Intelligence Agencies) কার্যক্রম গ্রহণ করা।