বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Biki Roy/sandbox

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেদিনিপুরের একটি প্রতন্ত্য গ্রাম,নাম খারুসা । এখানে যেতে আরামবাগ থেকে বাস এ করে প্রায় ৩ ঘনটা লাগে । সেখানে আদিবাসীদের মধে একটি কালী পুজোর পচলন আছে । যার নাম বাগাল কালী । এই পুজো যে কিভাবে ওখানে শুরু হল তা নিয়ে অনেক রহস্য রয়েছে । কারর মতে ওখাণে আজ থেকে প্রায় ২০০ বছর আগে বাগালরা মাঠে গরু চড়াতে যেত । বাগাল শব্দের অথ রাখাল । তারা গরু চড়াতে গিয়ে হঠাট করে ঠিক করলো যে ওরা ওই মাঠে এমনি একটা পুজো করবে । তাই তারা পাশের ডোবা থেকে মাটি এনে একটা কালী ঠাকুরের প্রতিমা তৈরি করেছিল ও তালপাতা দিয়ে একটা ঘড় তৈরি করেছিল। ওরা ছিল মোট নয় জন। ওদের মধ্যে একজন ছিল ব্রাম্মন,তাই পুজো করার জন্য তাদের পুরোহিত পেতে সমস্যা হল না । ঐতিহ্যমতে তারা ওই পূজোতে প্রানী উত্সগের ব্যবস্থা করেছিল । তাই ওদের মধ্যেই একজনকে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল । যে বলি দেবে যা দিয়ে সে বলি দেবে । সে