ব্যবহারকারী:Arya07optimus prime/জাতীয় নিরাপত্তা গোয়েন্দা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এন এস আই হল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।এই সংস্থা হল বাংলাদেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা।এই সংস্থাকে তৈরি করা হয় উনিশ শ বাহাত্তর সালে।এন এস আই এর নীতিবাক্য হল জাতির জন্য দেখা ও শোনা ,জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ।এই সংস্থার প্রধান হলেন মেজর জেনারেল শামসুল হ্ক।এই সংস্থা হল স্বাধীন ।এন এস আই এর সদর দফতর ঢাকা এ অবস্থিত । এর মূল কাজ বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা।এর উনিশ দেশে সাঁই ত্রিশ অফিস আছে ।এর অফিসারদের প্রাথমিক অস্ত্র হল এফ এন -সেভেন ,এইচ কে উ এস পি ,গ্লক পিস্তল ইত্যাদি ।এন এস আই বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ইউনিট দ্বারা ট্রেনিংপ্রাপ্ত ।এন এস আই সিআইএ দ্বারা ট্রেনিং প্রাপ্ত ।