ব্যবহারকারী:Akib Ahmed 137/ভরত ভায়ানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে ভরত ভায়ানা নামক এক গুরুত্বপূর্ণ প্রত্নস্থান আবিষ্কৃত হয়েছে। বর্তমানে এটি পরিত্যক্ত জনপদ। সামান্য উতখননের ফলে এখানে গুপ্ত ও পাথর যুগের অনেক সাংষ্কৃতিক উপাদান আবিষ্কৃত হয়েছে। যে সমস্ত প্রত্ন নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়ামাটির ফলক, মুর্তি, পোড়ামাটির আসবাবপত্র, মাটির তৈজসপত্র, লোহার তৈরি হাতিয়ার, গবাদি পশুর হাড় ইত্যাদি।