ব্যবহারকারী:Aishik Rehman/বাঞ্ছনীয় নিবন্ধ এডিটাথন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাঞ্ছনীয় নিবন্ধ এডিটাথন
পরিচয়
উইকিমিডিয়া
মেটাউইকি

অর্জন

১. এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন। তালিকাতে নেই কিন্তু আপনি লিখতে আগ্রহী এমন নিবন্ধ যুক্ত করতে এখানে প্রস্তাব দিন।

২. তথ্যছক, চিত্র প্রভৃতি বাদে মূল নিবন্ধ ন্যূনতম ৩০০ শব্দ এবং ৬ হাজার বাইটের হতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে আয়োজক দলের সদস্যগণ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

৩. কিন্তু, মনে রাখতে হবে: যা লিখবেন তা যেন বোধগম্য হয়। পাঠক যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন। অর্থাৎ, কোন প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।

৪. যে নিবন্ধটির অনুবাদ শুরু করবেন, সেটি সম্পূর্ণরূপে অনুবাদ করার চেষ্টা করবেন। নিবন্ধ শুরুর পর টেমপ্লেটটি যোগ করতে পারেন এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা রাখতে পারেন।

৫. একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখবেন না। ৬. সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছোট নিবন্ধে তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ৭. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।


পুরস্কার
  • এটি ধারাবাহিক এডিটাথন। এডিটাথনের সকল সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম দশজনকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে (শীঘ্রই জানানো হবে)।
  • এডিটাথনের প্রতিটি সংস্করণের সেরা দশ অবদানকারীকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।
  • এছাড়া, এডিটাথনে নিবন্ধ গৃহীত হয়েছে এমন সকল অবদানকারীকে উইকিপদক দেওয়া হবে।
সাধারণ পরামর্শ


এডিটাথন বিষয়ক আরও কিছু মন্তব্য ও পরামর্শ:

  • যেকোন লগ-ইনকৃত/প্রবেশরত অ্যাকাউন্ট থেকে এই এডিটাথনে অংশ নেওয়া যাবে।
  • আমাদের এই এডিটাথনের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়াতে এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনকে তরান্বিত করা। কিন্তু একইসাথে বিষয়বস্তুর মানের বিষয়টিও খেয়াল রাখা।
  • ধারাবাহিক এডিটাথনটি ১৫ আগস্ট ২০২০ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান থাকবে। লক্ষ্যণীয় যে এমুহূর্তে বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধ রয়েছে ১,০৪,৪৭৮ টি।
  • প্রতি মাসে নতুন নতুন বিষয়ের উপর এডিটাথন চলমান থাকবে।

আয়োজক দল

Unified login: Aishik Rehman is the unique login of this user for all public Wikimedia projects.

এটি একটি ব্যবহাকারী পাতা যা আপনি এই মুহূর্তে দেখছেন। অনুগ্রহ করে অনুমতি ব্যতিরেকে এই পাতার নকশা নকল করবেন না।

যদি আপনি এই পৃষ্ঠাটি উইকিপিডিয়া ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে দেখতে পান, তার মানে আপনি একটি মিরর সাইট দেখছেন। মনে রাখবেন যে ওই ওয়েবসাইটের পৃষ্ঠাটির তথ্যসমূহ মেয়াদোত্তীর্ণ হয়ে থাকতে পারে এবং তার সাথে উইকিপিডিয়া বা আমার কোনোরূপ ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। এই পৃষ্ঠার মূল সংস্করণটি Rehman এখানে দেখতে পারবেন।

দাবিত্যাগ:আমি উইকিপিডিয়ায় একজন নিরীক্ষক এবং স্বয়ংক্রিয় পরীক্ষক হিসেবে কাজ করি এবং এটি আমার একান্তই ব্যক্তিগত অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে করা যাবতীয় সম্পাদনা, আলোচনা, বিবৃতি এবং কার্যক্রমও একান্তই আমার ব্যক্তিগত যা উইকিপিডিয়া বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।