বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:ABDUR RASHID MIAH/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

““‘লিপইয়ার””’

আমরা জানি, ফেব্রুয়ারি মাস সাধারণত ২৮ দিনের।তবে প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ টি বাড়তি দিন থাকে অর্থাৎ তখন এই মাসটি ২৯ দিনে হয় এবং এই বছরটিকেই লিপইয়ার বলে।সাধারণত লিপইয়ার বের করার নিয়ম হলো-সালের শেষ দু’টি অংক যদি ৪(চার) দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ঐ সালটা লিপইয়ার হবে।কেন লিপইয়ার হয় এবং প্রতি চার বছর পর পর কি লিপইয়ার হয়? উত্তর-না; প্রতি চার বছর পর পর লিপইয়ার হয় না।সমস্যা দেখা দেয় মিলেনিয়াম ইয়ার বা শতবর্ষ্ গুলোতে।যেমন-১৮৯২ ও ১৮৯৬ খ্রিঃ লিপইয়ার ছিল।সেই হিসেবে চার বছর পর ১৯০০ খ্রিঃ লিপইয়ার হওয়ার কথা থাকলেও তা না হয়ে ৮ বছর পর লিপইয়ার হলো ১৯০৪ খ্রিস্টাব্দে।অর্থাৎ লিপইয়ার যেমন ৪বছর পর পর হয় তেমনি আবার প্রতি ৪০০বছরে তিনবার ৮বছর পর পরও হয়।প্রতি ৪টি শতবর্ষের ৩টিতেই  কেন এই সমস্যাটি হয় এবং কোন হিসেবে এমনটি হয়? এবার আসুন দেখি কী সেই হিসাব!নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫দিন ৫ঘন্টা ৪৮মিনিট ৪৭ সেকেন্ডে বা ৩৬৫.২৪২২দিন-যা ১সৌরবছর।যেহেতু প্রতি বছর ০.২৪২২ দিন হিসেব থেকে বাদ দেয়া হচ্ছে সেহেতু প্রতি চার বছর অন্তর (.২৪২২*৪)=০.৯৬৮৮=১দিন (প্রায়) ধরে এই ১টি বাড়তি দিন ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করে সময়ের সমন্নয় করা হয় এবং তখন ফেব্রুয়ারি মাস হয় (২৮+১)=২৯ দিনে।কিন্তু এখানেও একটু ত্রুটি থেকে যায়।এই হিসেবে ৩৬৫.২৫ দিনে বছর ধরায় প্রতি বছর (৩৬৫.২৫০০-৩৬৫.২৪২২)=০.০০৭৮ দিন বেশি ধরা হয় যা প্রতি ৪০০বছরে এসে দাঁড়ায় ৩.১২দিন।মহাকালের সময়ের হিসেবের জন্য এর সমন্নয় প্রয়োজন।এই বাড়তি ৩ দিনের ফের কাটানোর জন্য প্রতি চারটি শতবর্ষের প্রত্যেকটি সাধারণ হিসেবে লিপইয়ার হলেও ১ম ৩টি শতবর্ষ্ বাদ দিয়ে ৪র্থ্ শতবর্ষ্ কে লিপইয়ার ধরা হয়।যেমন-১৭০০,১৮০০ ও ১৯০০খ্রিঃ সাধারণ হিসেবে লিপইয়ার হওয়া সত্তেও তাদের বাদ দিয়ে ২০০০খ্রিটাব্দকে ধরা হলো লিপইয়ার।পোপ গ্রেগরি ঘোষণা করেন, যেসব শতবর্ষীয় অব্দ ৪০০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেসব শতবর্ষ লিপইয়ার হিসেবে গণ্য হবে।।আসলে এই সূত্রটি হলো ৪টি শতবর্ষের ১ম ৩টি শতবর্ষ্ লিপইয়ারের হিসেব থেকে বাদ দেয়ার কৌশলমাত্র।এর পরও প্রতি চারশত বছরে ০.১২দিন বাড়তি থাকে যা প্রতি ৪০০০বছরে দাঁড়ায় ১দিন।প্রতি ৪০০০বছর অন্তর অন্তর এই বাড়তি দিনটিও কোন একমাস হতে হয়ত বাদ দিয়ে সময়ের সমন্নয় করতে হবে।



তথ্যসূত্রঃ বিজ্ঞানের রাজ্যে কার্যকারণ

-আব্দুল কাইয়ুম