ব্যবহারকারী:শ্রী নারায়ন চক্রবর্তী/অধ্যাপক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রফেসর হচ্ছে একধরনের পদমর্যাদা যা পৃথিবীর অধিকাংশ দেশগুলোতে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক উত্তর শিক্ষাব্যবস্থায় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় । আক্ষরিক অর্থে প্রফেসর শব্দটি ল্যাটিন থেকে এসেছে এটি হলো এমন একজন ব্যক্তি যিনি অধ্যাপনা করেন এবং সাধারণত যিনি কোন শিল্পকর্মে , বিজ্ঞানে দক্ষ কিংবা উচ্চপদস্থ শিক্ষক ।