বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:রায়হান রিয়াদ মল্লিক/সন্তোষপুর রাবার বাগান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সন্তোষপুর রাবার বাগান
বানরের বন
ভূগোল
অবস্থাননাওগাঁও ইউনিয়ন, ফুলবাড়ীয়া উপজেলা, ময়মনসিংহ, বাংলাদেশ
এলাকা১০৬ একর
অবস্থাবন
প্রতিষ্ঠিতআশির দশক
কর্তৃপক্ষবাংলাদেশ বন বিভাগ
বাস্তুসংস্থান
আধিপত্য প্রজাতির গাছশাল ও গজারি
নির্দেশক উদ্ভিদরাবার গাছ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত রাবার বাগান।

বিবরণ[সম্পাদনা]

সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয়, যা বিদেশেও রফতানি করা হয়। অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল ১০৬ একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত। এছাড়া বনে শাল ও গজারিসহ নানা জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় পাঁচশতাধিক বানর রয়েছে। বিভিন্ন প্রজাতির বানর বসবাস করার দরুন স্থানীয়ভাবে একে 'বানরের বন' নামেও অভিহিত করা হয়ে থাকে। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমান 'বানরপল্লীতে'। স্থানীয়রা এ বানরের নাম দিয়েছে 'সামাজিক বানর'।

তথ্যসূত্র[সম্পাদনা]

https://www.kalerkantho.com/amp/online/travel/2017/10/18/555151