ব্যবহারকারী:নুরুজ্জামান মাহদি/ঘাটেরকোনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘাটেরকোনা

নামকরণ[সম্পাদনা]

"ঘাটেরকোনা" ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আওতাধীন একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের নামকরণ নিয়ে নানা কিংবদন্তী লোকমুখে প্রচলিত রয়েছে। তবে এই গ্রামের পাশে এক বিশাল বিল রয়েছে, যার নাম "কালামধর"। এই বিলের আকার সংকীর্ণ হতে হতে এখন প্রায় একটি ডোবায় পরিণত হয়েছে। বিলটির একটি সুবিশাল ঘাট ছিল এবং এই ঘাটের পাশেই কয়েক ঘর বসতি স্থাপিত হয়। পরবর্তীকালে এই ঘাটের কোনায় অবস্থিত বসতিকে ঘাটেরকোনা হিসেবে ডাকা শুরু হয়। এভাবেই আস্তে আস্তে "ঘাটেরকোনা" নামটি প্রচলিত হয়ে ওঠে।

সীমানা[সম্পাদনা]

ঘাটেরকোনার উত্তরে বীর-আহম্মদপুর, পশ্চিমে সুনামপুর ও লাটুরপয়ার, দক্ষিণে রাইশিমুল, সহনাটী ও বাঙ্গুরহাটী এবং পূর্বে গিধাঊষা ও সরিষাহাটী অবস্থিত। এটি ময়মনসিংহ জেলা এবং এর গৌরীপুর উপজেলার প্রায় পূর্ব সীমান্তবর্তী একটি গ্রাম। এর একটি গ্রাম পূর্বেই নেত্রকোনা জেলা এবং এর উপজেলা কেন্দুয়ার সীমানা।

কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]

এই গ্রামে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মরহুম আব্দুর রহমান বিএসসি মাস্টার, মোঃ ইউসুফ আলী, হাজী কেরামত আলী মাস্টার, সাংবাদিক লেখক কবি নুরুজ্জামান মাহ্‌দি, রাজনীতিবিদ জগলুল প্রমুখ।

[১] [২]

  1. বাংলাদেশের গ্রামসমূহ
  2. জাতীয় তথ্যকোষ