বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:চুঁচুড়ার রাজীব/Knut Hamsun

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নুট হামসুন (৪ অগাস্ট ১৮৫৯ - ১৯ ফেব্রুয়ারি ১৯৫২) ছিলেন নরওয়ের স্বনামধন্য লেখক, যিনি ১৯২০ সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে তার লেখালেখি। চেতনা, বিষয়, দৃষ্টিকোণ এবং পরিবেশগত বিচারের সাপেক্ষে বলা চলে তার সৃষ্টিকর্মগুলির মধ্যে নানা বৈচিত্র আছে। তেইশটির অধিক উপন্যাস, একটি কবিতা সংকলন, কিছু ছোটোগল্প এবং নাটক, একটি ভ্রমণকাহিনী, কিছু তথ্যভিত্তিক রচনা এবং কয়েকটি প্রবন্ধ তিনি প্রকাশ করেছিলেন। হামসুন-কে মনে করা হয় "বিগত একশ বছরে যে সব সাহিত্যিক, সাহিত্যে বাঁক বদল এনেছেন এবং প্রভাব বিস্তার করেছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। (মোটামুটি ১৮৯০-১৯৯০)। [১]