ব্যবহারকারী:এ.কে.এম কবির উদ্দীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কবি পরিচিতিঃ কবি "এ.কে.এম কবির উদ্দীন" বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্গত পাঁচউড়া বড়বাড়ী'র এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে ০২/০২/১৯৯০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম. আনছার উদ্দীন তালুকদার, মাতা মোছাঃ সখিনা আক্তার। তিনি ২০০৬ সালে সিংগেরকাছ আলীম মাদ্রাসা থেকে দাখিল ও ২০০৮ সালে একই প্রতিষ্টান থেকে আলীম পাস করেন। ২০১১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া থেকে বি.এস.এস ও ২০১৩ সালে একই প্রতিষ্টান থেকে হাদীসে (প্রথম বিভাগে) মাস্টার্স পাস করেন। তিনি ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ( দ্বিতীয় বিভাগে) এম.এস.এস (রাষ্ট্র বিজ্ঞান) এম.এ পাস করেন এবং ২০১৬ সালে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়-ঢাকা থেকে ফিকহে্ মাস্টার্স (প্রথম বিভাগে) পাস করেন। এ.কে.এম কবির উদ্দীন "পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ", "পাকনেত্র প্রকাশন" এবং "পাঁচউড়া বড়বাড়ী ইসলামী পাউন্ডেশন" এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক।

★পিতাঃ এম. আনছার উদ্দীন তালুকদার

★ মাতাঃ মোছা. সখিনা আক্তার

★জাতীয়তাঃ বাংলাদেশী

★ পেশাঃ শিক্ষক

★ গ্রন্থঃ

  • স্মৃতির পাতায় পাকনেত্র
  • প্রেমাবদ্ধ
  • কাব্য পঠন