ব্যবহারকারী:আব্দুল্লাহ সামিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আব্দুল্লাহ সামিয়া Abdullah Samiya Debidware

দেবিদ্বার থানার কয়েকটি মাদ্রাসা ও মসজিদ

১/মহেশপুর পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

২/সংচাইল নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা

৩/খাইয়ার বক্তার বাড়ীর কেন্দ্রীয় জামে মসজিদ

/সংচাইল২নূরানীয়া

হাফেজিয়া মাদ্রাসা

ড. আবু আমিনাহ বিলাল ফিলিপসের বিখ্যাত উক্তিগুলোর মধ্য থেকে এখানে ১০টি তুলে ধরা হল-

১/ আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই

উত্তম।

২/ যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা...।

৩/ আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারী আল্লাহ্ তা'আলাকেই ভুলে গেছেন।

৪/ আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।

৫/ ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।

৬/ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।

৭/ আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ

ততোবেশি সহজ হবে ইনশাআল্লাহ।

৮/ একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য  করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।

৯/ মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।

১০/ এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেন না।

[আল্লাহর উপর ভরসা ১]

  1. আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।

জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না তোমার মৃত্যু কখন হবে সুতরাং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা কর, ক্ষমা প্রার্থনা করো, তুমি হারাম কাজকে হারাম মনে করো যদিও পৃথিবীর সকল মানুষ হারাম কাজে লিপ্ত হয়, তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করোনা, নির্জন মুহূর্তে যে খারাপ কাজ গুলো  করা হয় তা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর নির্জন মুহূর্তে যে ভাল কাজ গুলো করা হয় তা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, সুতরাং মানুষের অগুচরে বেশি বেশি ভাল কাজ করো হে আল্লাহ আমি আমার জীবনের সকল বিষয় আপনার হাতে নেস্ত করলাম।