ব্যবহারকারী:আফতাবুজ্জামান/চিত্রের কপিরাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিতে ছবি ব্যবহার করতে হলে কপিরাইট নীতিমালা মানতে হয়। নিন্মে সংক্ষেপে কপিরাইট নীতিমালা ও কোন ছবি কোথায় আপলোড করতে হবে তা দেওয়া হল।

  • ছবি যদি আপনার নিজের তোলা হয় তবে কমন্সে আপলোড করুন।
  • ছবি যদি আপনার নিজের তোলা না হয় তবে আপলোড করতে এখানে যান:
    • এখানে যেয়ে পোস্টার, বইয়ের প্রচ্ছদ, লোগো আপলোড করুন। (ইন্টারনেট থেকে নেওয়া যাবে)
    • এখানে যেয়ে কোন জীবিত ব্যক্তির ছবি আপলোড করবেন না (ইন্টারনেট থেকে নেওয়া যাবে না কারণ ব্যক্তি জীবিত), তবে ব্যক্তি মৃত হলে করা যাবে (ইন্টারনেট থেকে নেওয়া যাবে)।
    • ইন্টারনেট থেকে কোন গাছপালা, ঘাস, ভবনের ছবি নিয়ে কোথাও আপলোড করবেন না।