ব্যবহারকারী:অধরা'র স্বপ্ন সারথি/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

. " বিপ্লবী সুর,,

                      -- সাইফুল ইসলাম।

সত্য - ন্যায়ের সন্নিকট অনায়াসে আমি গোলামীত্ব কবুল করিয়াছি, অমরত্ব থাকিবে বিপ্লবী সুর কালের সন্নিকট শপথ করিয়াছি।

অশুভশক্তির বিরুদ্ধাচার করি তাই বলে শ্বাসরোধ করিতে চাও আমার তবে কর, হে অশুভশক্তি শতাব্দীকাল পরেও শুনিবে নব সৈনিকের কন্ঠে সেই একি সুর।

অজস্র আঘাতেও শোষকের বিরুদ্ধাচার করিবো জাগ্রত করিতে বিবেক অগ্নিবাণী দিয়ে যাবো, জন দুর্দশা মুছিতে বারবার ফিরে আসিবো অনন্তকাল অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবো।