বৈদিক ভিলেজ গণধর্ষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজারহাট সমষ্টি উন্নয়ন ব্লকে বৈদিক ভিলেজে ২০২২ সালের ১১ই নভেম্বর একটি গণধর্ষণের অভিযোগ উঠে আসে।[১] ২১ বছর বয়সী একজন তরুণী চারজন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে।[২][৩] চার অভিযুক্ত যুবককে ১১ নভেম্বর শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।[১][৪]

ঘটনা[সম্পাদনা]

অভিযুক্ত যোগেশ মিশ্র ২৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর ও ১০ নভেম্বরের জন্য বৈদিক ভিলেজের একটি রিসর্ট ভাড়া করা হয়েছিল। যোগেশ মিশ্রর একজন বান্ধবীর অনুরধে সেই পার্টিতে অভিযোগকারিণী তরুণী পার্টিতে উপস্থিত হয়েছিল। তরুণীর অভিযোগ অনুযায়ী অভিযুক্ত চার যুবক মাদক খাইয়ে তাকে গণধর্ষণ করেছিল। এর পরে তরুণী ১০ নভেম্বর বৈদিক ভিলেজ ছেড়ে চলে আসে এবং ১১ নভেম্বর রাজারহাট থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।[৫][৬]

গ্রেফতার[সম্পাদনা]

রাজারহাট থানার পুলিশের মতে, "অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করেছে, এবং অভিযুক্ত যোগেশ মিশ্র, শুভম পালিওয়াল, ঋষি কুমার ও মাধব আগরওয়ালকে চিহ্নিত করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে"।[৩]

ধৃত চারজনের বিরুদ্ধে ৩৭৬ডি (গণধর্ষণ) সহ বিভিন্ন আইপিসি ধারায় অভিযোগ অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত চারজনকে ১২ নভেম্বর শনিবার বারাসত আদালতে পেশ করা হয়েছিল এবং আদালত থেকে তাদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ রাজারহাটের বৈদিক ভিলেজে, গ্রেফতার ৪"। Kolkata: www.anandabazar.com। Anandabazar। ১২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  2. "Woman given spiked drink, gang-raped by four men in Kolkata bungalow" (ইংরেজি ভাষায়)। Kolkata: www.newindianexpress.com। The New Times of India। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  3. Dwipayan Ghosh (১৩ নভেম্বর ২০২২)। "Kolkata: 'Friends' drug, rape 21-year-old at birthday party in Rajarhat resort, 4 arrested" (ইংরেজি ভাষায়)। Kolkata: timesofindia.indiatimes.com। The Times of India। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  4. Snehal Sengupta (১২ নভেম্বর ২০২২)। "Four youths held on gang-rape charges" (ইংরেজি ভাষায়)। Kolkata: www.telegraphindia.com। The Telegraph India। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  5. "বৈদিক ভিলেজ কাণ্ডে অভিযুক্তদের বয়ানে অসঙ্গতি, ফের তলব"zeenews.india.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  6. "গণধর্ষণের প্ল্যান করেই কি বৈদিক ভিলেজের পার্টিতে ডাকা হয়েছিল তরুণীকে?"bangla.hindustantimes.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২