বেরিং দ্বীপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানচিত্রে বেরিং দ্বীপের অবস্থান
বেরিং দ্বীপ, মহাশূন্য থেকে তোলা ছবি

বেরিং দ্বীপ (রুশ: о́стров Бе́ринга) কোমান্দর্স্কি দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপগুলোর একটি। এটি কামচাটকা উপদ্বীপের পূর্বে, বেরিং সাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। কোমান্দর্স্কি দ্বীপপুঞ্জের অন্য দ্বীপগুলোর মত এটিও বৃক্ষশূন্য বিরান একটি দ্বীপ। এখানে রুশ নৌ ও বেতার কেন্দ্র ছাড়া কোন লোকালয় নেই। ডেনীয় নাবিক ভিতুস বেরিঙের নামে দ্বীপটির নামকরণ করা হয়। এর আয়তন ১,৬০০ বর্গ কিলোমিটার।