বেন ১০ (টিভি ধারাবাহিক)
বেন ১০ | |
---|---|
ধরন |
|
নির্মাতা | ম্যান অফ অ্যাকশন |
কণ্ঠ প্রদানকারী | |
আবহ সঙ্গীত রচয়িতা | অ্যান্ডি স্ট্রাউমার |
উদ্বোধনী সঙ্গীত | "বেন ১০", মক্সি |
সুরকার | অ্যান্ডি স্ট্রাউমার |
মূল দেশ | যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ৪ |
পর্বের সংখ্যা | ৫২ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | সাল্ম রেজিস্টার |
প্রযোজক |
|
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | কার্টুন নেটওয়ার্ক স্টুডিওজ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | কার্টুন নেটওয়ার্ক |
ছবির ফরম্যাট | ৪:৩ এইচডি টিভি (১০৮০ পি) |
মূল মুক্তির তারিখ | ২৭ ডিসেম্বর ২০০৫ ১৫ এপ্রিল ২০০৮ | –
ক্রমধারা | |
পরবর্তী | বেন ১০: এলিয়েন ফোর্স |
সম্পর্কিত অনুষ্ঠান | জেনেরটর রেক্স |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
বেন ১০ বা "বেঞ্জামিন কারবি টেনিসন" এছাড়াও বেন ১০ ক্লাসিক নামে পরিচিত
এটি একটি মার্কিন অ্যানিমেশন ধারাবাহিক কার্টুন সিরিজ যার মূল চরিত্র বেন টেনিসন নামের এক কিশোর। বেন অমনিট্রিক্স নামের এক বিশেষ হাতবন্ধনী কুড়িয়ে পায়, যেটির মাধ্যমে বেন ১০ ধরনের ভিনগ্রহের জীবে (এলিয়েন)রূপান্তরিত হতে পারে। বেন তার এই শক্তি কাজে লাগিয়ে ভিনগ্রহের জীব ও অন্যান্য বিভিন্ন অপরাধীর সাথে লড়াই করে। [২][৩]
নির্মাতা
[সম্পাদনা]স্যাম রেজিস্টার ও মার্ক বার্টন ।
কেন্দ্রীয় চরিত্র
[সম্পাদনা]- বেন টেনিসন
- গোয়েন ডলিন
- ম্যাক্স টেনিসন (দাদা)
- কেবিন লেবিন
বেন টেন:
বেন হচ্ছে এই ধারাবাহিকের আসল চরিত্র। বেন এর পুরো নাম বেঞ্জামিন কার্বি টেনিসন , তাই সে বেন নামে সর্বাধিক পরিচিত। বেন টেন কার্টুন যখন প্রথম শুরু হয় তখন বেন এর বয়স ছিল মাত্র ১০ বছর। খুবই নোংরা থাকত সে। যা তার বোন গোয়েনের বর্ণনায় পাওয়া যায়। একটা সাদা গেঞ্জি পড়ত সে। তার মধ্যে কালো বর্ডার আছে। আর সবুজ রঙের একটা প্যান্ট পড়ে যেখানে অনেক পকেট রয়েছে। তার স্কুলে গ্রীস্মের ছুটি আরম্ভ হওয়ায় সে তার বোন গোয়েন কে নিয়ে তাদের দাদুর সাথে ভ্রমনে বের হয়। সেই প্রথম রাতেই ঘটে সেই বিচিত্র ঘটনা। কোনো এক ভুল বোঝাবুঝিরর জন্য বেন জংগলের ভেতর চলে যায়। সেখানে একটা উল্কাপিণ্ড উড়ে যেতে দেখে। হঠাত ঐ জিনিসটি মোড় নিয়ে তার দিকেই পড়তে থাকে। অল্পের জন্য বেন বেচে যায়। কিন্তু তার কৌতূহল থামে না। সে জিনিস টি দেখতে যায়। সে দেখে ওখানে একটা ঘড়ি। বেন হাত বাড়ায়, আর ওই ঘড়ি ওর হাতে আটকে যায়। তারপর ভুল করে টিপাটিপি করতে গিয়ে সে এলিয়েন হয়ে যায় যার নাম ছিল হিট ব্লাস্ট।
নিচে সেই ১০টি এলিয়েনের তালিকা দেওয়া হল যা বেনের প্রথম অমনিট্রেক্সে ছিল,
১ ওয়াইল্ড মাট, ২ ফোর আর্মস ৩ গ্রেই ম্যাটার ৪ এক্স এল আর এইট ৫ আপগ্রেইট ৬ ডায়মন্ড হেড ৭ রিপজায়স ৮ স্টিং ফ্লাই ৯ ঘোস্ট ফ্রিক ১০ হিট ব্লাস্ট
এই ১০টা এলিয়েন বেনের অমনিট্রেক্সে আগে থেকেই ছিল। তারপর বিভিন্ন ঘটনার মাধ্যমে সে আরো কয়েকটি এলিয়েন তার ঘড়িতে যুক্ত করতে সক্ষম হয়। বেন এলিয়েন হওয়ার আগে প্রায়ই বলে, It's hero time.
গোয়েন:
বেন এর বোন হল গোয়েন। পুরো নাম গোয়েন ডলিন। সবসময় বেনের সাথে তার মারামারি লেগেই থাকত। তবে ফাইটের সময় দুজনেই মিলেমিশে লড়ত। প্রথমদিকে গোয়েনের কোনো সুপার পাওয়ার ছিল না। কিন্তু হেক্স নামক এক শত্রু কে হারানোর পর হেক্সের বোনঝি, যার নাম ছিল চার্মকাস্টার তার কাছ থেকে গোয়েন একটি জাদু মন্ত্রের বই পায়। তারপর থেকে সে বেন কে সাহায্য করতে জাদু ব্যবহার করত।
ম্যাক্স টেনিসন:
বেনের দাদা হচ্ছেন ম্যাক্স। ম্যাক্স ছিলেন একজন প্লাম্বার। এই পেশা হচ্ছে এমন একটা পেশা যার কাগজে কলমে কোনো পরিচয় নেই। তবুও সেই পেশার কর্মীরাই মুলত পৃথিবীকে রক্ষা করে বাইরের এলিয়েনদের আক্রমণ থেকে।ম্যাক্স যে নিজে একজন প্লাম্বার তা কেউ জানত না। পরে নানা ঘটনার মধ্য দিয়ে বেন ও গোয়েন তার সম্পর্কে জানতে পারে। তিনি একটা লাল শার্ট পরেন। একটা আশ্চর্য ব্যাপার এটা যে, বেন টেনের কোনো সিজনেই তার শার্ট পরিবর্তন হয় নি। আসলে অমনিট্রেক্স তার কাছেই পাঠানো হয়েছিল। কিন্তু সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, সেটা বেনের হাতে পড়েছিল। বেন এবং তার দাদুর ডিএনএ প্রায় কাছাকাছি হওয়ায় বেন অমনিট্রেক্স পড়তে পেরেছিল। মোটকথা এই যে, বেনের দাদু সবচেয়ে সাহসী প্লাম্বার ছিলেন এবং সবসময় বেন কে যথাসাধ্য সাহায্য করতেন।
কেভিন লেভিন:
কেভিন বেন টেনের অন্যতম মুখ্য চরিত্র। সে একজন অসমোসিয়ান। সে যেকোনো কিছু থেকে শক্তি আহরণ করতে পারে। এমনকি সে বেন এর অমনিট্রেক্স থেকে পাওয়ার নিজের শরীরে নিয়ে বেনের সব এলিয়েনের রুপ একসাথে নিতে পেরেছিল। ১ম সিজনে তাকে ন্যাগেটিভ চরিত্রে রাখা হয়েছিল। পরের সিজনগুলোতে অবশ্য তাকে মুখ্য চরিত্রে রাখা হয়েছে। গোয়েন এর সাথে শেষে তার সম্পর্ক হয়।
ধারাবাহিকের সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]মৌসুম | পর্ব | মূল সম্প্রচার | |||
---|---|---|---|---|---|
প্রথম সম্প্রচার | শেষ সম্প্রচার | ||||
১ | ১৩ | ২৭ ডিসেম্বর ২০০৫ | ২৫ মার্চ ২০০৬ | ||
২ | ১৩ | ২৯ মে ২০০৬ | ৯ অক্টোবর ২০০৬ | ||
৩ | ১৩ | ২৫ নভেম্বর ২০০৬ | ২১ এপ্রিল ২০০৭ | ||
৪ | ১০ | ১৪ জুলাই ২০০৭ | ১৫ এপ্রিল ২০০৮ | ||
স্বল্পদৈর্ঘ্য | ৯ | ১৪ জুলাই ২০০৭ | ১২ মার্চ ২০১২ | ||
চলচ্চিত্র | ৩ | ১০ আগস্ট ২০০৭ | ২৩ মার্চ ২০১২ |
পর্ব
[সম্পাদনা]সামগ্রিক নং. | মৌসুমে নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ | প্রযোজনা কোড |
---|---|---|---|---|---|---|
1 | 1 | "And Then There Were 10" | Scooter Tidwell | Thomas Pugsley | ২৭ ডিসেম্বর ২০০৫ | 101 |
2 | 2 | "Washington B.C." | Alex Soto | Thomas Pugsley & Greg Klein | ১৩ জানুয়ারি ২০০৬ | 102 |
3 | 3 | "The Krakken" | Scooter Tidwell | Joe Kelly & Steven T. Seagle | ১৪ জানুয়ারি ২০০৬ | 103 |
4 | 4 | "Permanent Retirement" | Scooter Tidwell | Marsha Griffin | ২১ জানুয়ারি ২০০৬ | 104 |
5 | 5 | "Hunted" | Scooter Tidwell | Adam Beechen | ২৮ জানুয়ারি ২০০৬ | 105 |
6 | 6 | "Tourist Trap" | Scooter Tidwell | Joe Kelly & Steven T. Seagle | ৪ ফেব্রুয়ারি ২০০৬ | 108 |
7 | 7 | "Kevin 11" | Scooter Tidwell | Greg Klein | ১১ ফেব্রুয়ারি ২০০৬ | 107 |
8 | 8 | "The Alliance" | Scooter Tidwell | Kevin Hopps | ১৮ ফেব্রুয়ারি ২০০৬ | 109 |
9 | 9 | "Last Laugh" | Scooter Tidwell | Joe Casey & Duncan Rouleau | ২৫ ফেব্রুয়ারি ২০০৬ | 106 |
10 | 10 | "Lucky Girl" | Scooter Tidwell | Marsha Griffin | ৪ মার্চ ২০০৬ | 110 |
11 | 11 | "A Small Problem" | Scooter Tidwell | Sean Jara | ১১ মার্চ ২০০৬ | 111 |
12 | 12 | "Side Effects" | Scooter Tidwell | Greg Klein | ১৮ মার্চ ২০০৬ | 112 |
13 | 13 | "Secrets" | Scooter Tidwell | Marty Isenberg | ২৫ মার্চ ২০০৬ | 113 |
স্বল্পদৈর্ঘ্য
[সম্পাদনা]নং. | শিরোনাম | মূল সম্প্রচারের তারিখ |
---|---|---|
1 | "Hijacked" | ১৪ জুলাই ২০০৭ |
2 | "Snack Break" | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ |
3 | "Survival Skills" | ১০ মার্চ ২০০৮ |
4 | "Radio Dazed" | ২৪ মার্চ ২০০৮ |
5 | "Sleepaway Camper" | ৭ এপ্রিল ২০০৮ |
6 | "Dogged Pursuit" | ২১ এপ্রিল ২০০৮ |
7 | "Let the Games Begin" | ১ জুলাই ২০০৮ |
8 | "Handle with Care" | ৮ জুলাই ২০০৮ |
9 | "Road Trip Rumble" | ১২ মার্চ ২০১২ |
চলচ্চিত্র
[সম্পাদনা]শিরোনাম | মূল সম্প্রচারের তারিখ |
---|---|
Ben 10: Secret of the Omnitrix | ১০ আগস্ট ২০০৭ |
Ben 10: Race Against Time | ২১ নভেম্বর ২০০৭ |
Ben 10: Destroy All Aliens | ২৩ মার্চ ২০১২ |
বিপণন
[সম্পাদনা]ওয়ার্নার ব্রাদারস
চ্যানেল
[সম্পাদনা]বাংলা ডাবিং সংস্করণ
[সম্পাদনা]১৯ এপ্রিল ২০১৫ থেকে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি কার্টুনটি বাংলা ভাষায় ডাবিং করে সপ্তাহে ৬ দিনব্যাপী নিয়মিত সম্প্রচার শুরু করে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ben 10 - Metacritic.com
- ↑ 5th Ben 10 Series
- ↑ Confirmation of 5th Ben 10 Series by Official Twitter Page of CN PR
- ↑ "এসেছে দীপ্ত টিভি"। প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অফিসিয়াল বেন 10 ইউএস সাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুলাই ২০১৮ তারিখে
- অফিসিয়াল বেন 10 AU সাইট
- অফিসিয়াল বেন 10 ইউকে সাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Ben 10 (ইংরেজি)
- ইনসাইড দ্য ওয়ার্ল্ড অফ বেন 10 - BAFTA- তে স্রষ্টা ট্রাম উইগজেলের সাথে ইভেন্ট
- টুনামি
- মার্কিন ইংরেজি ভাষার টেলিভিশন অনুষ্ঠান
- কার্টুন নেটওয়ার্কের মৌলিক অনুষ্ঠান
- শিশুদের সম্পর্কে অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক
- মার্কিন শিশুতোষ অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক
- ২০০৮-এ সমাপ্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- ২০০৫-এ অভিষিক্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- ২০০০-এর দশকের মার্কিন অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক
- আকার পরিবর্তন সম্পর্কে অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক
- কার্টুন নেটওয়ার্ক স্টুডিওর টেলিভিশন ধারাবাহিক
- ২০০৫-এ অভিষিক্ত অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক