বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির ৪৯তম রেজিমেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মি সংগঠনের অংশ ছিল।

পদাতিক রেজিমেন্ট তাদের অস্তিত্বের সময়কালে ঘন ঘন সংখ্যা পরিবর্তন প্রত্যক্ষ করে। ব্রিটিশ ও প্রেসিডেন্সি সেনাবাহিনীর রেজিমেন্টের ঐতিহ্যগত গঠন একটি শ্রেণিবিন্যাস দ্বারা হয়েছিল যেখানে "১ম রেজিমেন্ট" ছিল সবচেয়ে পুরানো ও সবচেয়ে কম সংখ্যককে দেওয়া হয়। ১৭৬৪ সালে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টগুলো তাদের ক্যাপ্টেনদের জ্যেষ্ঠতার ক্রম অনুসারে সংখ্যা পরিবর্তন করা হয়।[১]

১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিকাংশই বিদ্রোহ করেছিল।[২]

কালানুক্রম[সম্পাদনা]

  • ১৮০৪: ১৭৯৬ সালে পুনর্গঠনের পর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির ১ম ব্যাটালিয়নের ২৫তম রেজিমেন্ট হিসাবে উত্থান হয় যখন পূর্ববর্তী ২৫ তম ২য় ব্যাটালিয়ন ২য় রেজিমেন্ট হয়।
  • ১৮২৪: প্রথম ব্যাটালিয়ন মেজর জে টডের অধীনে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির ৪৯তম রেজিমেন্টে পরিণত হয়।
  • ১৮৫৭: ১৩ মে তারিখে মিয়া মীরকে নিরস্ত্র করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Luscombe, Stephen। "Land forces of the British Empire:Indian Mutiny"। BritishEmpire.org। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৫ 
  2. Rikhye, Ravi। "India: The Sepoy Rebellion/Mutiny of 1857: Regiments that Rebelled/Mutinied"। Orbat.com। ২০০৯-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৫