বৃত্তি (গুণ)
অবয়ব
বৃত্তি (সংস্কৃত: वृत्ति) হল যোগের প্রযুক্তিগত শব্দ যা বোঝানো হয় যে মানসিক সচেতনতার বিষয়বস্তু হল চেতনার মাধ্যমের ব্যাঘাত।[১] বৃত্তি বলতে মনের মধ্যে থাকা চিন্তাগুলিকে বোঝায়, যা প্রায়ই ঘূর্ণিপুল হিসাবে বর্ণনা করা হয়।[২] বৃত্তিকে মনের অন্যথায় শান্ত জলের উপর "তরঙ্গ" বা বিরক্তির "তরঙ্গ" হিসাবেও অনুবাদ করা হয়েছে। যোগসূত্রে বর্ণিত যোগের শাস্ত্রীয় সংজ্ঞা হল তরঙ্গগুলিকে শান্ত করা এবং ফিরে আসা, বা পুনরায় মিলিত হওয়া মনকে তার শান্ত অবস্থায়, বা সমাধি। বৃত্তি বা মনের ওঠানামা পাঁচ প্রকার- প্রমান (সঠিক জ্ঞান), বিপর্যয় (ভুল ধারণা), বিকাশ (কল্পনা বা অনুভূতি), নিদ্রা (গভীর ঘুম) ও স্মৃতি (স্মরণ)।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- The Vrittis by Swami Niranjanananda Saraswati ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে