বুলা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
The President Dr. A.P.J. Abdul Kalam presenting the Tenzing Norgay National Adventure Award for lifetime achievement to Smt. Bula Chowdhury Chakaraborty in New Delhi on September 21, 2004.jpg

বুলা চৌধুরী (জন্ম: ১৯৭০; হুগলী, ভারত) একজন অর্জুন পুরস্কারপদ্মশ্রী প্রাপক প্রাক্তন ভারতীয় জাতীয় প্রতিযোগিতা বিজয়ী মহিলা সাঁতারু।

পেশাদার সাঁতারু জীবন[সম্পাদনা]

বুলা চৌধুরী পাঁচ বছর বয়স থেকে হুগলী জেলার শ্রীরামপুরে সাঁতার প্রশিক্ষণ নেন পিতার তত্ত্বাবধানে। নয় বছর বয়সে প্রথম জাতীয় প্রতিযোগিতায় নেমে ৬টি বিভাগে ৬টি স্বর্ণ পদক জেতেন। ১৯৯১ সালে তিনি সাউথ এশিয়ান ফেডেরেশান গেমসে ৬টি সোনা জেতেন। ১৯৮৯-এ তিনি দুরপাল্লার সাঁতার শুরু করেন এবং সেই বছরই ইংলিশ চ্যানেল পার হন। তিনি খেল রত্ন ও অর্জুন পুরষ্কারও লাভ করেছেন তার কৃতিত্বের জন্যে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বুলা চৌধুরী। "মেয়ে বলে অনেক নোংরা রাজনীতিও সহ্য করতে হয়েছে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৮