বুদ্ধিদীপ্তকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মনোবিজ্ঞানে, বুদ্ধিদীপ্তকরণ (ইংরেজি: intellectualization) হল একটি প্রতিরক্ষা পদ্ধতি যার মাধ্যমে অবচেতন দ্বন্দ্ব ও সে সম্পর্কিত আবেগের চাপ-সম্পন্ন জেরাপ্রবণতাকে বাধা দেবার জন্য কারণ অনুসন্ধান বা কারণ দর্শানোর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ব্যবহার করা হয় - যেখানে চিন্তাকে ব্যবহার করা হয় অনুভূতিকে এড়িয়ে যাওয়ার জন্য।[১] এর দ্বারা কোন ব্যক্তি আবেগের দিক থেকে কোন মানসিক চাপযুক্ত বিষয় থেকে নিজেকে বের করে নেয়। বুদ্ধিদীপ্তকরণ যৌক্তিককরণের সঙ্গে সম্পর্কিত হলেও এটি তা থেকে আলাদা, যা হল অযৌক্তিক আচরণের নকল-যৌক্তিক বিচার।[২]

বুদ্ধিদীপ্তকরণ হল ফ্রয়েডের মৌলিক প্রতিরক্ষা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। ফ্রয়েড বিশ্বাস করতেন যে, মানুষের স্মৃতির সচেতন ও অচেতন উভয় দৃষ্টিকোণ রয়েছে, এবং বুদ্ধিদীপ্তকরণ এমনভাবে কোন ঘটনার সচেতন বিশ্লেষণের ব্যবস্থা করে যে, তা কোন দুশ্চিন্তার উদ্রেক ঘটায় না।[৩]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Glen O. Gabbard, Long-Term Psychodynamic Psychotherapy (London 2010) p. 35
  2. George E. Vaillant, Ego mechanisms of defence: a guide for clinicians and researchers (1992) p. 274
  3. "Defenses"। www.psychpage.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১১