বুখারেস্ট বিজনেস উইক
অবয়ব
বুখারেস্ট বিজনেস উইক (সংক্ষেপে বিবিডাব্লিউ) ছিল রোমানিয়ার ইংরেজি ভাষার সাপ্তাহিক ব্যবসায়িক সংবাদপত্র। [১] এটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রোমানীয় ভেঞ্চার ইনক এর বুখারেস্ট শাখার আমেরিকেল্ট পাবলিশিং এসআরএল কর্তৃক প্রকাশিত হতো। পাঠকসংখ্যা ছিল প্রায় ২৪,০০০। [১]
এতে বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক সংবাদ, কোম্পানি সম্পর্কে, বেসরকারীকরণ বা বিনিয়োগ সম্পর্কিত সংবাদ প্রাধান্য পেত। সংবাদপত্রটিতে রোমানিয়া সম্পর্কিত সংবাদ ও সাক্ষাত্কারও দেওয়া হতো।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Oksana Newman (১ জানুয়ারি ২০০৭)। Online Business Sourcebook। Walter de Gruyter। পৃষ্ঠা 154। আইএসবিএন 978-3-598-44038-0। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪।