বিষয়বস্তুতে চলুন

বিষয়শ্রেণী আলোচনা:চিকিৎসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিমোফিলিয়ার চিকিৎসাঃ হিমোফিলিয়া বা Bleeding disorder এর চিকিৎসা একটা জটিল বিষয় । এমন কোন প্রদ্ধতি নেই যাতে এ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে । হিমোফিলিয়ার প্রধান চিকিৎসা রক্তে যে উপাদান(ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইন) কম তা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো কিন্তু এই ফ্যাক্টরের দাম অনেক হিমোফিলিক পরিবারের পক্ষে সহজলভ্য নয় আর তাছাড়া বিভাগীয় পর্যায়ের শহর ছাড়া এই এন্টিহিমোফিলিক ফ্যাক্টর পাওয়া যায়না তাই রোগীরা রক্ত ও প্লাজমা ব্যাবহার করে থাকে । চিকিৎসা প্রতিষ্ঠানঃ বাংলাদেশের সব জেলা সদর হসপিটালে হিমোটোলজিষ্ট ডাঃ না থাকায় এর চিকিৎসা পাওয়া খুব কঠিন ব্যাপার । তাই রোগিরা ঢাকা মেডিক্যাল কলেজ, বন্ধুবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিক্যাল ও চট্রগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য আসেন । তবে চিকিৎসার চেয়ে সচেনতাটাই বেশি গুরুত্বপূর্ন যেমন জয়েন্টে বিলিডিং হলে বরফের সেক দেয়া , বিশ্রামে থাকা ।

বিষয়শ্রেণী:চিকিৎসা নিয়ে একটি আলোচনা শুরু করুন

একটি আলোচনা শুরু করুন