বিষয়শ্রেণী আলোচনা:আলোর প্রতিসরণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেন্স দুই প্রকার । যথা ১. উত্তল লেন্স ২. অবতল লেন্স । মানব চোখের লেন্সটি উভউত্তল।Md Reyad Islam (আলাপ) ০৫:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)Md Reyad Islam[উত্তর দিন]

আলোর প্রতিফলনের সূত্র[সম্পাদনা]

বিভিন্ন উৎস থেকে যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে , তখন যদি আলোর পথে কোনো স্বচ্ছ বা অস্বচ্ছ বস্তু রাখা হয় , তখন আলো সেই বস্তুর ওপর পড়ে । আলো যে মাধ্যমে গমন করছিল সেটাকে প্রথম মাধ্যম ( সাধারণত বায়ু বা শূন্য মাধ্যম ) বলে , আর যে বস্তুর ওপর আলো পড়ছে তাকে দ্বিতীয় মাধ্যম বলে ।

আলোক রশ্মি একমাধ্যম এ গমন কালে অন্য মাধ্যমে এসে পড়লে , কিছু অংশ পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে , এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে । যে রশ্মিটি বস্তুতে এসে পড়ে তাকে আপতিত রশ্মি এবং যে রশ্মিটি প্রতিফলিত হয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত রশ্মি বলে । আলোকরশ্মি যে বিন্দুতে এসে পড়ে তাকে আলোকবিন্দু বলে । বস্তুর তলের ওপর আলোকবিন্দুতে কোনো লম্ব রেখা কল্পনা করলে তাকে অভিলম্ব বলে ।

সূত্র: (১) প্রথম সূত্র : নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে

আপতিত রশ্মি , প্রতিফলিত রশ্মি এবং অপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে ।

(২) দ্বিতীয় সূত্র : অপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সঙ্গে সমান হয় । বাপি৮৮ (আলাপ) ০৮:০৪, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]