টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন: ২ নং লাইন:


'''টন''' পরিমাপের একটি একক। এককটির একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কালের পরিক্রমায় এর বহুমুখী অর্থ ও প্রয়োগ সৃষ্টি রয়েছে। প্রধানত ভরের একক হিসেবে এটি ব্যবহৃত হয়। তবে শুরুতে আয়তন পরিমাপের একক হিসেবে টন ব্যবহৃত হত। এখনো কার্গো জাহাজের ধারণক্ষমতা পরিমাপে টন এককটি ব্যবহৃত হয়। সম্প্রতি শক্তি পরিমাপ, কিংবা "ট্রাক শ্রেণিবিন্যাস"-এর ক্ষেত্রে "টন" এককটি ব্যবহৃত হয়। কথ্যভাষায়-ও টন এককের প্রয়োগ বিদ্যমান।
'''টন''' পরিমাপের একটি একক। এককটির একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কালের পরিক্রমায় এর বহুমুখী অর্থ ও প্রয়োগ সৃষ্টি রয়েছে। প্রধানত ভরের একক হিসেবে এটি ব্যবহৃত হয়। তবে শুরুতে আয়তন পরিমাপের একক হিসেবে টন ব্যবহৃত হত। এখনো কার্গো জাহাজের ধারণক্ষমতা পরিমাপে টন এককটি ব্যবহৃত হয়। সম্প্রতি শক্তি পরিমাপ, কিংবা "ট্রাক শ্রেণিবিন্যাস"-এর ক্ষেত্রে "টন" এককটি ব্যবহৃত হয়। কথ্যভাষায়-ও টন এককের প্রয়োগ বিদ্যমান।

"টান(Tun)" শব্দ থেকেই টন শব্দের উৎপত্তি। এর অর্থ হলো সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন পাত্র। এ ধরনের পাত্র ১৭৫-২১৩ ইম্পেরিয়াল গ্যালন (২১০-২৫৬ আমেরিকান গ্যালন ;৮০০-৯০০ লিটার) তরল ধারণ এবং ৬০ ঘনফুট জায়গা দখল করতে পারত। <ref>https://web.archive.org/web/20081010071508/http://ntl.bts.gov/DOCS/narmain/narmain.html</ref>

ইম্পেরিয়াল টন নামে যুক্তরাজ্যে একটি একক প্রচলিত ছিল। এক ইম্পেরিয়াল টন ২,২৪০ পাউন্ডের (১,০১৬ কিলোগ্রাম) সমান। ১৯৮৫ সালে প্রণীত যুক্তরাজ্যের পরিমাপ আইন কার্যকর হওয়ার পরে অনেক পূর্বে প্রচলিত একক বাতিল হয়ে যায়; এগুলোর মধ্যে ইম্পেরিয়াল টন এককটিও রয়েছে। <ref>A Dictionary of Weights, Measures and Units, Oxford University Press</ref>১৯৬৫ সাল থেকে যুক্তরাজ্যে মেট্রিক এককের প্রবর্তন শুরু হলে "মেট্রিক টন" নামে নতুন একটি একক ব্যবহারের সূচনা হয়।

==তথ্যসূত্র==

১৭:১০, ৮ অক্টোবর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

টন পরিমাপের একটি একক। এককটির একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কালের পরিক্রমায় এর বহুমুখী অর্থ ও প্রয়োগ সৃষ্টি রয়েছে। প্রধানত ভরের একক হিসেবে এটি ব্যবহৃত হয়। তবে শুরুতে আয়তন পরিমাপের একক হিসেবে টন ব্যবহৃত হত। এখনো কার্গো জাহাজের ধারণক্ষমতা পরিমাপে টন এককটি ব্যবহৃত হয়। সম্প্রতি শক্তি পরিমাপ, কিংবা "ট্রাক শ্রেণিবিন্যাস"-এর ক্ষেত্রে "টন" এককটি ব্যবহৃত হয়। কথ্যভাষায়-ও টন এককের প্রয়োগ বিদ্যমান।

"টান(Tun)" শব্দ থেকেই টন শব্দের উৎপত্তি। এর অর্থ হলো সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন পাত্র। এ ধরনের পাত্র ১৭৫-২১৩ ইম্পেরিয়াল গ্যালন (২১০-২৫৬ আমেরিকান গ্যালন ;৮০০-৯০০ লিটার) তরল ধারণ এবং ৬০ ঘনফুট জায়গা দখল করতে পারত। [১]

ইম্পেরিয়াল টন নামে যুক্তরাজ্যে একটি একক প্রচলিত ছিল। এক ইম্পেরিয়াল টন ২,২৪০ পাউন্ডের (১,০১৬ কিলোগ্রাম) সমান। ১৯৮৫ সালে প্রণীত যুক্তরাজ্যের পরিমাপ আইন কার্যকর হওয়ার পরে অনেক পূর্বে প্রচলিত একক বাতিল হয়ে যায়; এগুলোর মধ্যে ইম্পেরিয়াল টন এককটিও রয়েছে। [২]১৯৬৫ সাল থেকে যুক্তরাজ্যে মেট্রিক এককের প্রবর্তন শুরু হলে "মেট্রিক টন" নামে নতুন একটি একক ব্যবহারের সূচনা হয়।

তথ্যসূত্র

  1. https://web.archive.org/web/20081010071508/http://ntl.bts.gov/DOCS/narmain/narmain.html
  2. A Dictionary of Weights, Measures and Units, Oxford University Press