নো কান্ট্রি ফর ওল্ড মেন (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
link
(কোনও পার্থক্য নেই)

১০:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে সংশোধিত সংস্করণ

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান
চিত্র:No Country for Old Men poster.jpg
থিয়েটারধর্মী পোস্টার
পরিচালকজোয়েল কোয়েন
ইথান কোয়েন
প্রযোজকজোয়েল কোয়েন
ইথান কোয়েন
স্কট রুডিন
রচয়িতাচিত্রনাট্য:
জোয়েল কোয়েন
ইথান কোয়েন
উপন্যাস:
করম্যাক ম্যাকার্থি
শ্রেষ্ঠাংশেটমি লি জেম্‌স
জশ ব্রোলিন
Javier Bardem
কেলি ম্যাকডোনাল্ড
উডি হ্যারেলসন
সুরকারকার্টার বারওয়েল
চিত্রগ্রাহকরজার ডিকিন্স
সম্পাদকরডেরিক জেইন্‌স
পরিবেশকমাইরাম্যাক্স ফিল্ম (যুক্তরাষ্ট্র)
প্যারামাউন্ট ভেন্টেইজ (যুক্তরাষ্ট্রের বাইরে)
মুক্তিমার্কিন যুক্তরাষ্ট্র:
৯ই নভেম্বর ২০০৭
(সীমিত)
২১শে নভেম্বর ২০০৭
(ব্যাপক)
অস্ট্রেলিয়া:
২৬শে ডিসেম্বর ২০০৭
যুক্তরাজ্য:
১৮ই জানুয়ারি ২০০৮
স্থিতিকাল১২২ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়২৫০ কোটি মার্কিন ডলার

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র যা পরিচালনা করেছেন জোয়েল এবং ইথান কোয়েন। এটি সেরা চিত্র হিসেবে একাডেমি পুরস্কার লাভ করে এবং সেই সাথে আরও তিনটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেয়। করম্যাক ম্যাকা‌র্থি রচিত একই নামের একটি উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। পশ্চিম টেক্সাসের মরু অঞ্চলে মাদক ব্যবসা থেকে উদ্ভূত সহিংসতাকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়েছে। তিনটি চরিত্র একে অন্যকে ধাওয়া করতে গিয়ে জটিলতায় জড়িয়ে পড়ে। ১৯৮০ সালের পটভূমিতে এটি নির্মিত হয়েছে।

সমালোচকদের দ্বারা এই ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছে। "শিকাগো সান-টাইম্‌স"-এর রজার এবার্ট বলেন, "এটি কোয়েন ভ্রাতৃদ্বয়ের করা সেরা চলচ্চিত্র।"[১] গার্ডিয়ান সাংবাদিকদের মতে এই সিনেমার মাধ্যমে কোয়েন ভ্রাতৃদ্বয় কৌশলগত ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করেছেন এবং পশ্চিমা ধ্রুপদি পটভূমিতে তাদের অনুভূতির সফল বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাদের মতে খুব অল্প সংখ্যক পরিচালকই এই দিকটি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন।[২]

কাহিনী

চরিত্রায়নে

তথ্যসূত্র

  1. Roger Ebert Chicago Sun-Times, November 8, 2007.
  2. Patterson, John (2007-12-21)। "'We've killed a lot of animals'"। Guardian। পৃষ্ঠা Film/Interviews। সংগ্রহের তারিখ 2007-12-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ