করম্যাক ম্যাকা‌র্থি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করম্যাক ম্যাকা‌র্থি
১৯৭৩ সালে ম্যাকার্থি
১৯৭৩ সালে ম্যাকার্থি
জন্মচার্লস জোসেফ ম্যাকার্থি জুনিয়র
(১৯৩৩-০৭-২০)২০ জুলাই ১৯৩৩
প্রভিডেন্স, রোড আইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১৩ জুন ২০২৩(2023-06-13) (বয়স ৮৯)
সান্তা ফে, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশা
  • ঔপন্যাসিক
  • নাট্যকার
  • চিত্রনাট্যকার
ভাষাইংরেজি
জাতীয়তাআমেরিকান
ধরন
  • সাদার্ন গথিক
  • ওয়েস্টার্ন
  • পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক
দাম্পত্যসঙ্গী
  • লি হোলম্যান (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬২)
  • অ্যান ডেলিল (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৮১)
  • জেনিফার উইঙ্কলি (বি. ১৯৯৭; বিচ্ছেদ. ২০০৬)
সন্তান

স্বাক্ষর

করম্যাক্ ম্যাকা‌র্থি (ইংরাজি - Cormac McCarthy; আসল নাম - চার্লস ম্যাকার্থি[১]; জন্ম: ২০শে জুলাই, ১৯৩৩) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ঔপন্যাসিক। তিনি মূলত ওয়েস্টার্ন প্রেক্ষাপটে উপন্যাস লিখে থাকেন। নব্বইয়ের দশকে লেখা "বর্ডার উপন্যাসত্রয়ী" তার সেরা সৃষ্টি। এই ত্রয়ীর উপন্যাসগুলো হল: অল দ্য প্রিটি হর্সেজ, দ্য ক্রসিং এবং সিটিস অফ দ্য প্লেইনদ্য রোড উপন্যাসের জন্য তিনি ২০০৭ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।[২] এছাড়া তার "নো কান্ট্রি ফর ওল্ড ম্যান" উপন্যাস অবলম্বনে ২০০৭ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় যা সেরা চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে।

রচনাবলী[সম্পাদনা]

উপন্যাস[সম্পাদনা]

  • দ্য অর্কাড কিপার (১৯৬৫)
  • আউটার ডার্ক (১৯৬৮)
  • চাইল্ড অফ গড (১৯৭৪)
  • সাট্রি (১৯৭৯)
  • ব্লাড মেরিডিয়ান, অথবা ইভিনিং রেডনেস ইন দ্য ওয়েস্ট (১৯৮৫)
  • অল দ্য প্রিটি হর্সেজ (১৯৯২)
  • দ্য ক্রসিং (১৯৯৪)
  • সিটিস অফ দ্য প্লেইন (১৯৯৮)
  • নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৫)
  • দ্য রোড (২৬শে সেপ্টেম্বর, ২০০৬)[৩]

চিত্রনাট্য[সম্পাদনা]

  • দ্য গার্ডেনার্‌স সন (১৯৭৬)

নাটক[সম্পাদনা]

  • দ্য স্টোনম্যাসন (১৯৯৫)
  • দ্য সানসেট লিমিটেড (২৪শে অক্টোবর, ২০০৬)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Don Williams. "Cormac McCarthy Crosses the Great Divide". New Millennium Writings. Archived from the original on March 3, 2016. সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।
  2. "Fiction". Past winners & finalists by category, Pulitzer.org; সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।
  3. "Cormac McCarthy Papers". The Wittliff Collections. সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।

বহিঃসংযোগ[সম্পাদনা]