বিষয়বস্তুতে চলুন

আসাদুজ্জামান বাবলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা কুউ পুলক (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩৬, ৮ জানুয়ারি ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আসাদুজ্জামান বাবলু
এমপি
জাতীয় সংসদ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
জানুয়ারি ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৮৪
রংপুর, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলস্বতন্ত্র
পিতামাতাআব্দুল মালেক, মা মোছাঃ শিরিনা আক্তার
শিক্ষাএইচএসসি
পেশাব্যবসা

আসাদুজ্জামান বাবলু (জন্ম ১৯৮৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি ৭ জানুয়ারী ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[][][]

প্রারম্ভিক জীবন

তিনি ১৯৮৪ সালে গংগাচড়া উপজেলার ধামুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মালেক ও মায়ের নাম মোছাঃ শিরিনা আক্তার।

রাজনৈতিক জীবন

তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ২০১১ সালে গংগাচড়া ইউনিয়নের চেয়ারম্যান[] ও ২০১৪ সালে গংগাচড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।[] তিনি গংগাচড়া উপজেলা আওয়ামী লীগ ও রংপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

  1. "৯৯ আসনের ৭৫টিতেই জয় নৌকার, ১৭টিতে স্বতন্ত্র"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  2. "স্বতন্ত্র প্রার্থী বাবলুর কাছে ধরাশায়ী রাঙ্গা"ঢাকা পোস্ট। ৭ জানুয়ারি ২০২৪। 
  3. "আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে হারলেন মসিউর রহমান"দৈনিক প্রথম আলো। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  4. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"gongachoraup.rangpur.gov.bd। ৭ জানুয়ারি ২০২৪। 
  5. "রংপুরে ১ নং আসনে জনপ্রিয় হয়ে ওঠেছেন আসাদুজ্জামান বাবলু"দৈনিক আমাদের মাতৃভূমি। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  6. "গঙ্গাচড়ায় ১০৪টি পূজা মন্ডপে আসাদুজ্জামান বাবলু'র আর্থিক অনুদান প্রদান"আমাদের প্রতিদিন.কম। ৭ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারী ২০২৪