আসাদুজ্জামান বাবলু
অবয়ব
আসাদুজ্জামান বাবলু এমপি | |
---|---|
জাতীয় সংসদ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় জানুয়ারি ২০২৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৮৪ রংপুর, বাংলাদেশ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | স্বতন্ত্র |
পিতামাতা | আব্দুল মালেক, মা মোছাঃ শিরিনা আক্তার |
শিক্ষা | এইচএসসি |
পেশা | ব্যবসা |
আসাদুজ্জামান বাবলু (জন্ম ১৯৮৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি ৭ জানুয়ারী ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২][৩]
প্রারম্ভিক জীবন
তিনি ১৯৮৪ সালে গংগাচড়া উপজেলার ধামুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মালেক ও মায়ের নাম মোছাঃ শিরিনা আক্তার।
রাজনৈতিক জীবন
তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ২০১১ সালে গংগাচড়া ইউনিয়নের চেয়ারম্যান[৪] ও ২০১৪ সালে গংগাচড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।[৫] তিনি গংগাচড়া উপজেলা আওয়ামী লীগ ও রংপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।[৬]
তথ্যসূত্র
- ↑ "৯৯ আসনের ৭৫টিতেই জয় নৌকার, ১৭টিতে স্বতন্ত্র"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭।
- ↑ "স্বতন্ত্র প্রার্থী বাবলুর কাছে ধরাশায়ী রাঙ্গা"। ঢাকা পোস্ট। ৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে হারলেন মসিউর রহমান"। দৈনিক প্রথম আলো। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"। gongachoraup.rangpur.gov.bd। ৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "রংপুরে ১ নং আসনে জনপ্রিয় হয়ে ওঠেছেন আসাদুজ্জামান বাবলু"। দৈনিক আমাদের মাতৃভূমি। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭।
- ↑ "গঙ্গাচড়ায় ১০৪টি পূজা মন্ডপে আসাদুজ্জামান বাবলু'র আর্থিক অনুদান প্রদান"। আমাদের প্রতিদিন.কম। ৭ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারী ২০২৪।