বিশিগ্রাম উপত্যকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশিগ্রাম উপত্যকা (بیشیگرام) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় অবস্থিত। বিশিগ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩৩৫ মিটার উচ্চতায় অবস্থিত। বিশিগ্রাম মদিয়ান থেকে ৫ কিলোমিটার ও মিনগোরা থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত। বিশিগ্রাম হ্রদ বিশিগ্রাম উপত্যকার পূর্ব দিকে মদিয়ানের কাছাকাছি অবস্থিত।

এই উপত্যকায় প্রায়-বিলুপ্ত বাদেশি ভাষার সর্বশেষ স্থানীয় বক্তা পাওয়া গেছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাইদ, জাফর (২০১৮-০২-২৬)। "Only three people speak this language"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২৬