বিলম্বিত প্রসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিলম্বিত প্রসব

প্রসবকালীন সময়ে নবজাতক শিশুর পৃথিবীতে ভূমিষ্ট হওয়ার সময়সীমা যদি ২৪ ঘণ্টার বেশি হয় তবে তাকে বিলম্বিত প্রসব (ইংরেজি Prolonged labour) বলা হয়।[১] স্বাভাবিক প্রসবব্যথা দুই প্রকারের হয়। সুপ্ত পর্যায় ও সক্রিয় পর্যায়। সুপ্ত পর্যায়ের প্রসববেদনা যদি ৮ ঘণ্টার বেশি হয় এবং সক্রিয় পর্যায়ের প্রসব বেদনা যদি ১২ ঘণ্টার বেশি হয়, তাকে প্রসববেদনার বলে।[১]

বিলম্বিত প্রসব; জরায়ুর দুর্বল সংকোচন, জরায়ুতে শিশুর অস্বাভাবিক অবস্থান বা তার অস্বাভাবিক আকার হলে অথবা শ্রোণিচক্র বা যোনিতে কোনো সমস্যা থাকলে হতে পারে।[১] শেষোক্ত দুটি কারণের জন্য রোধক প্রসব ঘটতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Education material for teachers of midwifery : midwifery education modules (পিডিএফ) (2nd সংস্করণ)। Geneva [Switzerland]: World Health Organisation। ২০০৮। পৃষ্ঠা 17–36। আইএসবিএন 9789241546669