বিমান বিহারী দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমান বিহারী দাস
রাষ্ট্রপতি, প্রণব ৩১শে মার্চ ২০১৪ সালে, রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি ভবনে, অধ্যাপক বিমান বিহারী দাসকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করছেন
জন্ম (1943-01-01) ১ জানুয়ারি ১৯৪৩ (বয়স ৮১)
তমলুক, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাভাস্কর এবং চিত্রশিল্পী
দাম্পত্য সঙ্গীঅর্চনা দাস, পিএইচডি
সন্তানআলেখ্য দাস, পিএইচডি
পিতা-মাতা(প্রয়াত) গৌর চন্দ্র দাস (পিতা) এবং (প্রয়াত) স্নেহলতা দাস (মা)
পুরস্কারপদ্মশ্রী
প্রফেসর এস. এন. ঘোষাল পুরস্কার
শিক্ষা সচিব পুরস্কার
অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফ্টস সোসাইটি পুরস্কার
স্যার উষানাথ সেন স্মৃতি পদক
পাঞ্জাব ললিত কলা একাডেমী পুরস্কার
ললিত কলা একাডেমী পুরস্কার
ডি. পি. রায়চৌধুরী স্মৃতি পদক
এআইএফএসিএস পুরস্কার
সাহিত্য কলা পরিষদ পুরস্কার
বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার পুরস্কার
ওয়েবসাইটbimanbdas.com

বিমান বিহারী দাস একজন ভারতীয় ভাস্কর এবং কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রিন্সিপাল। ২০১৪ সালে, ফাইন আর্টসে তার অবদানের জন্য, ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে, সম্মানিত করে।[১]

জীবনী[সম্পাদনা]

বিমান বিহারী দাস ১৯৪৩ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন।[২] তার জন্মস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গের তমলুক শহরে।[৩] তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টে পড়াশোনা করেন, এবং ১৯৬৬ সালে মূর্তিনির্মাণ এবং ভাস্কর্যে প্রথম শ্রেণি এবং ডিস্টিংশন সহ ডিপ্লোমা পাস করেন[৪]। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৭ সালে শিক্ষক প্রশিক্ষণ ও শিল্প উপলব্ধি পাস করেন [৩]

বিমান বিহারী দাস আমেরিকা থেকে ফুলব্রাইট ফেলোশিপ পেয়েছিলেন।[৪] তিনি বুদাপেস্টে অবস্থিত ইন্দো-হাঙ্গেরিয়ান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় ইউজিসি থেকে অনুদান লাভ করেন, এবং তার শিল্পচর্চা চালিয়ে যান। [২] পরে তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফটের অধ্যক্ষ হন[৩] কিন্তু পরে নতুন দিল্লিতে চলে যান এবং দিল্লির কলেজ অফ আর্টের অধ্যক্ষের পদ গ্রহণ করেন।[৪] তিনি অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফ্টস সোসাইটির সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।[২]

দাস আজীবন ভারতীয় শিল্পের সাথে সক্রিয় যোগাযোগ রেখে চলেছেন। [৫]

প্রদর্শনী[সম্পাদনা]

দাস বিশ্বের একাধিক দেশে এককভাবে এবং দলগতভাবে প্রদর্শনী করেছেন।[৪] নিউ জার্সি, কায়রো এবং বুদাপেস্টের এর মতো জায়গায় তার ২২টিরও বেশি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভারতের অনেক শহরে তার শিল্পের প্রদর্শনী হয়েছে। ২০০৫ সালে নতুন দিল্লির সাহিত্য কলা পরিষদের শিল্পের জাতীয় প্রদর্শনীতে তার অতীত-সম্পর্কীয় একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার এটির ব্যায় বহন করেছিল। তিনি ললিত কলা একাডেমীর রজতজয়ন্তী প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যতম শিল্পী ছিলেন। সেটি ভারতের হায়দ্রাবাদের সালারজং জাদুঘর, এবং মুম্বাই ছাড়া অনেক ইউরোপীয় এবং মধ্য প্রাচ্যের দেশে সংগঠিত হয়েছিল।[৪] তার কয়েকটি উল্লেখযোগ্য প্রদর্শনী হল:[৪] বাইয়েনালে বেলজিয়াম - ১৯৭৪,[২] ট্রাইয়েনালে ভারত – ১৯৭৮, দ্বিতীয় এশীয় শিল্প প্রদর্শনী, ফুকুওকা জাপান - ১৯৮৬,[২] বাইয়েনালে বাংলাদেশ, ঢাকা – ১৯৮৭, কনটেম্পোরারি এশিয়ান শো, সিউল - ১৯৮৮, এবং ইউএসএসআর এর মস্কোয় ভারত উৎসব - ১৯৮৮।[২]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

শিল্প প্রসারের জন্য তার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে ২০১৪ সালে বিমান বিহারী দাসকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল।[১][৬] তিনি আরও কয়েকটি পুরস্কার পেয়েছেন, যেমন:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Padma Awards Announced"Circular। Press Information Bureau, Government of India। ২৫ জানুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  2. "Samanvaiart"। Samanvaiart.com। ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "India Mart bio"। India Mart। ২০১৪। ২০১৪-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  4. "Indian Art Circle"। Indian Art Circle.com। ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  5. "Tribune"। Tribune। ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  6. "Receiving the Padma Shri"। V6 News TV। ২০১২। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • "Indian Art Circle – Online Gallery"। Indian Art Circle.com। ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  • "Receiving the Padma Shri"। V6 News TV। ২০১২। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  • "Profile on Jehangir Nicholson Art Foundation"। Jehangir Nicholson Art Foundation। ২০১২। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪ 
  • "News Photo"। Press Information Bureau। ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪