বিনোদপুর ডিগ্রি কলেজ
অবয়ব
(বিনোদপুর ডিগ্রী কলেজ থেকে পুনর্নির্দেশিত)
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৯৪ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১৮০৬৫ |
অধ্যক্ষ | মোঃ খায়রুজ্জামান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৯+ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১৭+ |
ঠিকানা | বিনোদপুর, বিনোদপুর-নহাটা রোড, বিনোদপুর, ৭৬৩১ , Magura , |
ওয়েবসাইট | binodpurcollege |
বিনোদপুর ডিগ্রি কলেজ বাংলাদেশের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বিনোদপুর ইউনিয়নে অবস্থিত। এটি ১৯৯৪ সালে স্থাপিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন ২নং বিনোদপুর ইউনিয়নের অর্ন্তগত বিনোদপুর গ্রামে অবস্থিত। এই কলেজ ১৯৯৪ সালে স্থাপিত হয়।
অবকাঠামো
[সম্পাদনা]৪.৫ একর জমির উপর ৩টি পাঁকা ভবন, ১টি চারতল ভবন, ১টি দ্বীতল ভবন এবং ১টি টিন সেট ভবন নিয়ে মূল কলেজটি অবস্থিত। কলেজের চারপাশে আবাদী জমি এবং পাঁকা সড়ক রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী
[সম্পাদনা]বর্তমানে বিনোদপুর কলেজে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,৫৩০ জন । এই প্রতিষ্ঠানে ৫৭জন শিক্ষক কর্মচারীর সমন্বয়ে গঠিত।
কোর্সসমূহ
[সম্পাদনা]কলেজে চলমান কোর্সসমূহ হচ্ছেঃ
- এইচ.এস.সি - বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ।
- স্নাতক (পাশ) কোর্স - বি.এ., বি.এস.এস., বি.বি.এস.।