বিধবার ইদ্দত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলাম ধর্ম মতে, একজন নারীর স্বামীর মৃত্যুর পর যে সময়কাল পর্যন্ত শোক ও অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হয় তাকে ‘বিধবার ইদ্দত’ বলে।

বিধবার ‍ইদ্দত ও সময়কাল:[সম্পাদনা]

বিধবা যদি গর্ভবতী হয়,তাহলে গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত তার ইদ্দত অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পর তার ইদ্দত পূর্ণ হবে। প্রসব মৃত্যুর পরের দিন হোক বা ছয় মাস পর হোক, বাচ্চা প্রসব হলেই তার ইদ্দত পূর্ণ হবে।

১। আল্লাহ কুরআনে ইরশাদ করেন:

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ

يُسْرًا

অর্থ : তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।[১]

উপরের আয়াতের আলোকে স্পষ্ট বুঝা যায়ে যে, গর্ভবতী বিধবার ইদ্দত হলো বাচ্চা প্রসব।

২। বিধবা যদি গর্ভবতী না হয় তবে তার ইদ্দত হলো চার মাস দশ দিন।

আল্লাহ কুরআনে ইরশাদ করেন:

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায়, তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। অতঃপর তারা যখন নিজ ইদ্দত (-এর মেয়াদ)-এ পৈাছেঁ যাবে, তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সম্মতভাবে যা কিছু করবে ( যেমন দ্বিতীয় বিবাহ), তাতে তোমাদের কোন গুনাহ নেই। তোমরা যা কিছু কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।[২]

আল-বাকারা, আয়াত - 234

৩। ফকীহগণ বলেছেন:

عدة الحرة فی الوفة اربعة اشهر و عشرة ايام سواء کانت مدخولاً بهاء او لا مسلمة او کتابية.

(গর্ভবতী না হলে) একজন স্বাধীন নারী বিধবার ইদ্দত হয়, চার মাস দশ দিন। সেই মহিলার সাথে সহবাস করুক আর না করুক, মুসলিম হোক বা কিতাবী।[৩][৪]

তাই বুঝা গেল, স্বাধীন নারী বিধবা গর্ভবতী না হলে ইদ্দত হবে চার মাস দশ দিন।

অতএব, উপর্যুক্ত পর্যালোচনায় বুঝা যায়, বিধবাদের দুই প্রকার :

  1. এমন বিধবা যে গর্ভবতী তার ইদ্দত হলো সন্তান প্রসব।
  2. এমন বিধবা যে গর্ভবতী নয় তার ইদ্দত হলো চার মাস দশ দিন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আল কুরআনঃ সূরা তালাক - আয়াত:৪ 
  2. আল কুরআন- আল-বাকারা, আয়াত - 234 
  3. আলাউদ্দীন আল-কাসানী, বাদায়েউস সানায়া, ৩: ৯২। ( প্রকাশনী: দারুল কুুতব, বৈরুত )  line feed character in |শিরোনাম= at position 49 (সাহায্য)
  4. আশ-শায়খ নিযাম এবং উলামায়ে হিন্দ, আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যিাহ( ফতোয়ায়ে আলমগীরী), ১: ৫২৯, ( দারুল ফিকির, বৈরুত, লেবানন )