বিদর্ভ এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিদর্ভ এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনসুপারফাস্ট এক্সপ্রেস
বর্তমান পরিচালকমধ্য রেল
যাত্রাপথ
শুরুমুম্বাই সিএসটি
বিরতি২৪
শেষগড়িয়া
ভ্রমণ দূরত্ব৯৬৭ কিমি (৬০১ মা)
যাত্রার গড় সময়১৬ ঘণ্টা ০৩ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং12105 / 12106
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ১ম স্তর, এসি ২য় স্তর, এসি ৩য় স্তর, স্লিপার ক্লাস, সাধারণ অসংরক্ষিত
আসন বিন্যাসহাঁ
ঘুমানোর ব্যবস্থাহাঁ
খাদ্য সুবিধাAvailable, No Pantry Car
কারিগরি
পরিচালন গতি১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) maximum
৬০.৪৪ কিমি/ঘ (৩৮ মা/ঘ), excluding halts
পথের মানচিত্র

১২১০৫ এবং ১২১০৬ বিদর্ভ এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়ের [১] একটি অন্যতম সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন যেটা মুম্বাই সি এস টি থেকে মহারাষ্ট্রর গোনদিয়া অবধি চলাচল করে। এই ট্রেনটি প্রতিদিন চলাচল করে। এই ট্রেনটি ১২১০৫ ট্রেন নম্বর হিসাবে মুম্বাই সি এস টি থেকে গোনদিয়া অবধি যায় এবং ১২১০৬ ট্রেন নম্বর হয়ে গোনদিয়া থেকে মুম্বাই সি এস টি অবধি যাতায়াত করে।

কোচ[সম্পাদনা]

বিদর্ভ এক্সপ্রেস এ ১টি এসি ফার্স্ট ক্লাস কামরার সাথে এসি ২ টায়ার কামরা (এইচ এ ১), ২টি এসি ২ টায়ার কামরা, ১ টি এসি ২ এর সাথে এসি ৩ টায়ার কামরা (এ বি ১), ১০টি স্লিপার ক্লাস এবং ৪ টি সাধারণ অসংরক্ষিত কামরা আছে। অন্যান্য ট্রেন সেবার মতন ভারতীয় রেলের সঙ্গে গতানুগতিক চুক্তি হিসাবে চাহিদা অনুযায়ী এই ট্রেনটিতেও কামরা বাড়ানো বা কমানো হয়।

সেবা[সম্পাদনা]

12105 Vidarbha Express at Chandur station
Vidarbha Express time table pasted inside the train
12105 Vidarbha Express AC 2 tier coach

বিদর্ভ এক্সপ্রেস প্রাথমিক ভাবে মুম্বাই সি এস টি থেকে নাগপুর অবধি চলাচল করত এবং পরবর্তী কালে এটির যাত্রাপথ গোনদিয়া অবধি বাড়ানো হয়। এটি দৈনিক চলাচল করা একটি ট্রেন যেটা ১২১০৫ বিদর্ভ এক্সপ্রেস হয়ে মুম্বাই সি এস টি থেকে গোনদিয়া অবধি ৯৬৭ কিমি দুরত্ব ১৬ ঘণ্টায় পূরণ করে এবং ১২১০৬ বিদর্ভ এক্সপ্রেস হয়ে গোনদিয়া থেকে মুম্বাই সি এস টি অবধি একই দুরত্ব ১৬ ঘণ্টা ৫ মিনিট সময়ে পূরণ করে। এটি উভয় দিকেই গড়ে ৬০.৪৪ কিমি প্রতি ঘণ্টার বেগে চলাচল করে।

ভ্রমণ বর্তনী[সম্পাদনা]

দ্বৈত আকর্ষণ ক্ষমতা যুক্ত ডাব্লিউ সি এ এম ৩ ইঞ্জিন এই ট্রেন টিকে মুম্বাই সি এস টি থেকে ইগত্পুরি রেলওয়ে স্টেশন অবধি নিয়ে যায় যার পর ভুসাবল ডাব্লিউ এ পি ৪ ইঞ্জিন বাকি যাত্রাপথ অতিক্রম করায়। কল্যাণ এবং ইগত্পুরির মাঝে এই ট্রেনটিতে ব্যাংকার ইঞ্জিন লাগানো হয়।

সাধারণ তথ্য[সম্পাদনা]

এই ট্রেনটির নামকরণ বিদর্ভ এক্সপ্রেস করা হযেছিল কারণ প্রথমে ট্রেনটি নাগপুর অবধি যেত যেটা মহারাষ্ট্রর বিদর্ভ অঞ্চলের মধ্যে অবস্থিত। যদিও আনুষ্ঠানিক ভাবে রেলওয়ে সময় সূচী বলে যে ইগত্পুরি স্টেশন এ এই ট্রেনটি ৫ এবং ১ মিনিটের জন্য দাড়াবে কিন্তু আসলে এটি ১৫ মিনিটের কাছাকাছি দাড়ায় কারণ ইগত্পুরিতে এই ট্রেনটির ইঞ্জিন বদল হয়। এটা ১২১০৫ বিদর্ভ এক্সপ্রেস হিসাবে চলচল করার সময় থানে স্টেশন এ দাড়ায় না।

সময় সূচী[সম্পাদনা]

১২১০৫ বিদর্ভ এক্সপ্রেস প্রতিদিন সন্ধা ৭টা বেজে ১০ মিনিটে মুম্বাই সি এস টি থেকে ছেড়ে গোনদিয়াতে পরের দিন সকাল ১১টা বেজে ১০ মিনিটে গিয়ে পৌছায়। ফেরার সময় ১২১০৬ বিদর্ভ এক্সপ্রেস প্রতিদিন গোনদিয়া থেকে দুপুর ২টো বেজে ৫৫ মিনিটে ছারে এবং পরের দিন সকাল ৭টার সময় মুম্বাই সি এস টি স্টেশন এ এসে পৌছায়।

স্টেশন কোড স্টেশন এর নাম ১২১০৫ - মুম্বাই সি এস
টি থেকে গোনদিয়া[২] [১]
উৎস থেকে
কিমি তে দুরত্ব
দিন ১২১০৬ - গোনদিয়া থেকে
মুম্বাই সি এস টি [৩][২]
উৎস থেকে
কিমি তে দুরত্ব
দিন
আগমন প্রস্থান আগমন প্রস্থান
সি এস টি এম মুম্বাই সি এস টি উৎস ১৯:১০ ০৭:০০ গন্তব্য ৯৬৭
দ র দাদার ১৯:২২ ১৯:২৫ ০৬:৩৭ ০৬:৩৮ ৯৫৯
কে ওয়াই এন কল্যাণ ২০:০৫ ২০:১০ ৫৪ ০৫:৪০ ০৫:৪৫ ৯১৪
টি এন এ থানে দাড়ায় না দাড়ায় না ০৬:০৪ ০৬:০৫ ৯৩৫
আই জি পি ইগত্পুরি ২১:৫০ ২১:৫৫ ১৩৭ ০৩:৪৪ ০৩:৪৫ ৮৩১
এন কে নাসিক ২২:৪২ ২২:৪৫ ১৮৭ ০২:২৯ ০২:৩০ ৭৮১
এম এম আর মানমাড় ২৩:৩৮ ২৩:৪০ ২৬০ ০১:৩৩ ০১:৩৫ ৭০৭
সি এস এন চালিস গাঁও ০০:২৩ ০০:২৫ ৩২৮ ০০:৩৯ ০০:৪০ ৬৪০
জে এল জলগাঁও ০১:২৩ ০১:২৫ ৪২১ ২৩:৩৯ ২৩:৪০ ৫৪৭
বি এস এল ভুসাবল ০১:৫০ ০২:০০ ৪৪৫ ২৩:০৫ ২৩:১৫ ৫২৩
এম কে ইউ মাল্কাপুর ০৩:০৩ ০৩:০৫ ৪৯৫ ২২:১১ ২২:১২ ৪৭৩
এন এন নান্দুরা ০৩:২৮ ০৩:৩০ ৫২৩ ২১:৪৯ ২১:৫০ ৪৪৫
এস ই জি শেগাঁও ০৩:৪৮ ০৩:৫০ ৫৪৭ ২১:২৯ ২১:৩০ ৪২১
এ কে আকোলা ০৪:১৫ ০৪:২০ ৫৮৫ ২১:০০ ২১:০৫ ৩৮৩
এম জেদ আর মুর্তাজাপুর ০৪:৪৮ ০৪:৫০ ৬২২ ২০:২৮ ২০:৩০ ৩৪৬
বি দি বাদনের ০৫:৫০ ০৫:৫৫ ৬৬৩ ১৯:৫৭ ২০:০০ ৩০৫
সি এন ডি চান্দুর ০৬:১৯ ০৬:২১ ৬৯৩ ১৯:১৭ ১৯:১৮ ২৭৫
ডি এম এন ধামানগাঁও ০৬:৩৫ ০৬:৩৭ ৭০৯ ১৯:০১ ১৯:০২ ২৫৯
পি এল ও পুলগাঁও ০৬:৫৩ ০৬:৫৫ ৭২৯ ১৮:৪২ ১৮:৪৩ ২৩৯
ডাব্লিউ আর ওয়ার্ধা ০৭:২৫ ০৭:২৮ ৭৫৯ ১৮:১৭ ১৮:২০ ২০৯
এ জে এন আই অজনি ০৮:২২ ০৮:২৪ ৮৩৫ ১৭:২২ ১৭:২৩ ১৩৩
এন জি পি নাগপুর[৪] ০৮:৫৫ ০৯:২০ ৮৩৭ ১৭:০০ ১৭:১৫ ১৩০
বি আর ডি ভান্দারা রোড ১০:০৪ ১০:০৬ ৯০০ ১৫:৪৯ ১৫:৫০ ৬৮
টি এম আর তুমসার রোড ১০:২২ ১০:২৪ ৯১৮ ১৫:৩২ ১৫:৩৩ ৫০
জি গোনদিয়া ১১:১০ গন্তব্য ৯৬৭ উৎস ১৪:৫৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Railway" 
  2. "Vidarbha Express-12105"। Indiarailinfo। 
  3. "Vidarbha Express-12106"। Cleartrip.com। ২৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪ 
  4. "Vidarbha Express"। Indiarailinfo.com।