বিজনেস টাইমস (মালয়েশিয়া)
অবয়ব
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
মালিক | নিউ স্ট্রেইটস টাইমস প্রকাশনা গ্রুপ |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৬ |
রাজনৈতিক মতাদর্শ | মধ্যপন্থী |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | https://btimes.my |
বিজনেস টাইমস, ১৯৭৬ সালের ৪ অক্টোবর থেকে মালয়েশিয়ারকুয়ালালামপুরে প্রকাশিত একটি সংবাদপত্র। [তথ্যসূত্র প্রয়োজন] এটি নিউ স্ট্রেইটস টাইমস প্রকাশনা গোষ্ঠীর একটি অংশ। পত্রিকাটি ২০০২ সালের ১ জুন থেকে নিউ স্ট্রেইট টাইমসের সাথে যুক্ত হয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]বিজনেস টাইমস মূলত দ্য স্ট্রেইটস টাইমসের সাথে বিতরণ করা হয়েছিল, দুটোই সিঙ্গাপুরে প্রকাশিত। প্রকাশকের মালিকানা সংক্রান্ত সিঙ্গাপুর (১৯৭৫) এবং মালয়েশিয়া (১৯৭০) উভয় দেশে নতুন আইন হওয়ার পরে নিউ স্ট্রেইটস টাইমস দ্য স্ট্রেইটস টাইমস, মালয়েশিয়ার সংস্করণের ভিত্তিতে কুয়ালালামপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। বিজনেস টাইমস নিউ স্ট্রেইটস টাইমসের ভিত্তিতে কুয়ালালামপুরেও পুনর্জন্ম লাভ করেছিল।