বাশার আল-খাসাউনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাশার আল-খাসাউনা
ব্যক্তিগত বিবরণ
জন্মবাশার হানি আল-খাসাউনা
(1969-01-27) ২৭ জানুয়ারি ১৯৬৯ (বয়স ৫৫)
জাতীয়তা জর্দান
দাম্পত্য সঙ্গীরানা সুলতান
সন্তানহানি, জেইন এবং নূর
পুরস্কারঅর্ডার অব দ্য স্টার অব জর্দান, অর্ডার অব ইন্ডিপেন্ডেন্স

বাশার আল-খাসাউনা একজন জর্ডানীয় কূটনীতিবিদ, রাজনীতিবিদ এবং দ্য রয়েল হাশেমিত কোর্টে রাজা দ্বিতীয় আবদুল্লাহর যোগাযোগ ও সমন্বয় বিষয়ক উপদেষ্টা।[১][২] তিনি ২০১৭ এবং ২০১৮ সালের মধ্যে আইনমন্ত্রী ছিলেন[৩] এবং ২০১৬ থেকে ২০১৭ খ্রিস্টাব্দের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।[৪] আল-খাসাউনা জর্দানের রাষ্ট্রদূত হিসেবে মিশর, ফ্রান্স[৫], কেনিয়া, ইথিওপিয়া, আফ্রিকান ইউনিয়ন, লীগ অব আরব স্টেটস, এবং ইউনেস্কোতে দায়িত্ব পালন করেন। তিনি পিস প্রোগ্রেস অ্যান্ড নেগোশিয়েশন্স ব্যুরো অব জর্দানের সমন্বয়ক জেনারেল এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]

যোগ্যতা[সম্পাদনা]

কর্মরত অবস্থান[সম্পাদনা]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]