বাল্ক এসএমএস
অবয়ব
বাল্ক এসএমএস হলো এক প্রকার অনলাইন ভিত্তিক এসএমএস (মেসেজিং) সেবা। যার দ্বারা ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে অথবা সফ্টওয়ার ব্যবহার করে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিশ্বের যে কোন মোবাইল নম্বরে যে কোন নাম ব্যবহার করে (মেসেজ সেন্ডার হিসেবে) মেসেজ পাঠানো যায়।[১] অর্থাৎ এর বিশেষ সুবিধা হল এই যে, এর মাধ্যমে ব্যবহারকারী নিজের নাম বা কোম্পানীর নাম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন।
সেন্ডার আইডি
[সম্পাদনা]সেন্ডার আইডি হলো যে নাম বা নম্বর থেকে মোবাইলে এসএমএস আসে অর্থাৎ গ্রহণকৃত মেসেজের যে কোন নাম বা নম্বর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mobile phone technology developed to cut down credit card fraud"। www.scmagazineuk.com। ১২ মে ২০০৯। ১৫ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।