বার্লিন (স্পেনীয় টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বার্লিন
প্রচারণামূলক প্রচ্ছদ
অন্য নামলা কাসা দে পাপেল: বার্লিন
মানি হাইস্ট: বার্লিন
ধরন
নির্মাতাআলেক্স পিনা
এস্তের মার্তিনেস লোবাতো
পরিচালক
অভিনয়ে
উদ্বোধনী সঙ্গীত"বুলেট অ্যান্ড ফ্লাওয়ার্স"[১]
মূল দেশস্পেন
মূল ভাষাস্পেনীয়
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা[১]
নির্মাণ
নির্মাণের স্থানস্পেন
ফ্রান্স[১]
ক্যামেরা সেটআপএকক-ক্যামেরা
ব্যাপ্তিকাল৪২–৬১ মিনিট
নির্মাণ কোম্পানিভ্যানকুভার মিডিয়া[১]
মুক্তি
মূল নেটওয়ার্কনেটফ্লিক্স
মূল মুক্তির তারিখ২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠানমানি হাইস্ট
মানি হাইস্ট: কোরিয়া – জয়েন্ট ইকোনমিক এরিয়া

বার্লিন (এছাড়াও স্পেনীয় ভাষায় লা কাসা দে পাপেল: বার্লিন এবং ইংরেজি ভাষায় মানি হাইস্ট: বার্লিন নামে পরিচিত) হলো একটি স্পেনীয় ডাকাতি, অপরাধরোমাঞ্চকর টেলিভিশন ধারাবাহিক।[১] এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন আলেক্স পিনাএস্তের মার্তিনেস লোবাতো এবং পরিচালনা করেছেন দাভিদ বারোকাল, জেফরি কুপারআলবের্ত পিন্তোপেদ্রো আলোনসো, ত্রিস্তান উয়োয়া, মিসেল ইয়েনের, বেগোনিয়া ভারগাস এবং হুলিও পেনিয়া ফের্নান্দেসের মতো অভিনয়শিল্পীগণ এই ধারাবাহিকে অভিনয় করেছেন।[২]

মূলত স্পেনীয় ভাষায় নির্মিত এই ধারাবাহিকটি ২০২৩ সালের ২৯শে ডিসেম্বর তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।[১]

অভিনয়শিল্পী[সম্পাদনা]

কেন্দ্রীয় চরিত্র[সম্পাদনা]

পার্শ্ব চরিত্র[সম্পাদনা]

পর্ব[সম্পাদনা]

নং.শিরোনামপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
"দ্য এনার্জি অব লাভ"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"অ্যাঙ্কর অ্যান্ড লোবো"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"ফুল হাউজ অব এম্রিয়স"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"অ্যান একুরিয়াম অব ইয়র ব্যাক"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"আফটার লাভ"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"নাইট অব দ্য লেমন্স"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"দ্য লাস্ট ভার্জিন ইন দ্য ওয়েস্টার্ন টাউন"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)
"অ্যান এন্ডেনজার্ড এলিফেন্ট"অঘোষিতঅঘোষিত২৯ ডিসেম্বর ২০২৩ (2023-12-29)

উৎপাদন[সম্পাদনা]

২০২১ সালের নভেম্বরের শেষের দিকে, মানি হাইস্ট-এর পঞ্চম অংশের দ্বিতীয় খণ্ড মুক্তির কয়েকদিন পূর্বে, নেটফ্লিক্স ঘোষণা করেছিল যে তারা ২০২৩ সালের সম্ভাব্য মুক্তির জন্য বার্লিন নামে একটি স্পিন-অফ ধারাবাহিক তৈরি করছে, যেখানে পেদ্রো আলোনসো মূল ধারাবাহিক থেকে তার নামভূমিকাটি পুনরায় শুরু করবেন বলে আশা করা হচ্ছে।[৪][৫] ২০২২ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখে এক ঘোষণায় জানানো হয়েছিল যে মিসেল ইয়েনের, বেগোনিয়া ভারগাস, ত্রিস্তান উয়োয়া, হুলিও পেনিয়া ফের্নান্দেস এবং জোল সানচেস আলোনসোর সাথে সহ-অভিনয়ের জন্য অভিনয় করছেন।[২] ২০২৩ সালের মার্চ মাসে, এটি ঘোষণা করা হয়েছিল যে ইতসিয়ার ইতুনিয়ো এবং নাজওয়া নিমরি মানি হাইস্টে তাদের চরিত্র রাকেল মুরিয়ো এবং আলিসিয়া সিয়েরা হিসেবে পুনরায় অভিনয় করবেন।[৩] ২০২২ সালের অক্টোবর মাসে, ফ্রান্সের প্যারিসে এই ধারাবাহিকের চিত্রগ্রহণ শুরু হয়েছিল এবং স্পেনের মাদ্রিদে শেষ হয়েছিল।[২][৩]

নির্মাতা আলেক্স পিনা এবং এস্তের মার্তিনেস লোবাতো তাদের সাম্প্রতিক কাজের পর "হালকা" কিছু একটা করতে চেয়েছিলেন।[১] এর মূল ধারাবাহিক মানি হাইস্টের তুলনায় বার্লিনে কিছুটা বেশি কৌতুকতা রয়েছে এবং আরও অভিনেতা এবং স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে।[১] চরিত্রগুলোকে "তাদের আশেপাশের আরও মনোরম অভিজ্ঞতা" দেওয়ার জন্য ধারাবাহিকটি একটি বিস্তৃত স্ক্রিন ২:১ অনুপাতে ধারণ করা হয়েছে।[১]

মুক্তি[সম্পাদনা]

২০২৩ সালের ১৮ই জুন তারিখে, এই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল।[৬] অতঃপর, ২০২৩ সালের ২৯শে ডিসেম্বর তারিখে ৮টি পর্বের মাধ্যমে নেটফ্লিক্সে এই ধারাবাহিকটি মুক্তি পেয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How 'Money Heist' Spinoff 'Berlin' Points Up Netflix Evolution in Spain, as It Drops First-Look Image (EXCLUSIVE)"। variety.com। ১৮ ডিসেম্বর ২০২৩। ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ 
  2. Pérez, Laura (সেপ্টেম্বর ২৮, ২০২২)। "Netflix presenta 'Berlín', el spin off de 'La casa de papel' que ficha a Michelle Jenner y se pone romántico"Vertele (Spanish ভাষায়)। এপ্রিল ১৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০২৩ 
  3. "'Berlín' ficha a Najwa Nimri e Itziar Ituño para recuperar sus personajes de 'La casa de papel'"Vertele (Spanish ভাষায়)। মার্চ ২২, ২০২৩। এপ্রিল ১৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০২৩ 
  4. Lang, Jamie (নভেম্বর ৩০, ২০২১)। "Bella Ciao! 'Money Heist' Fan Favorite 'Berlin' Is Getting His Own Spinoff Series at Netflix"Variety। নভেম্বর ৩০, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০২১ 
  5. Owens, Kelvin (ডিসেম্বর ১, ২০২১)। "'Money Heist' Spinoff Series 'Berlin' Coming to Netflix in 2023"Collider। জুলাই ১৩, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২১ 
  6. "BERLIN | Official Teaser | Netflix"। ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ – www.youtube.com-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]