বায়ু-মহাকাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীর বায়ুমণ্ডল, পেছনে চাঁদ দেখা যাচ্ছে।

বায়ু-মহাকাশ বায়ুমণ্ডলমহাকাশকে একত্রিতভাবে নির্দেশ করার জন্য একটি পরিভাষা। বায়ু-মহাকাশ কর্মকাণ্ড অত্যন্ত বিচিত্র। এগুলির বহুবিধ বাণিজ্যিক, শিল্প ও সামরিক প্রয়োগ আছে। বিমান ও মহাকাশযান প্রকৌশল হল বিমানচালনা বিজ্ঞানমহাকাশযান চালনা বিজ্ঞানের সমন্বয়। বায়ু-মহাকাশ সংস্থাগুলি বিমান ও মহাকাশযান উভয়ের গবেষণা, নকশা, শিল্পোৎপাদন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত।[১]

ধরা হয় যে ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ ও মহাকাশের শুরু হয়, যার ভৌত কারণ হিসেবে বলা হয় যে ঐ উচ্চতায় বায়ুচাপ এতই কম যে কক্ষীয় গতিবেগ না ছাড়িয়ে তাৎপর্যপূর্ণ উত্তোলক বল উৎপাদন করা সম্ভব নয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aerospace"www.cranfield.ac.uk। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৯ 
  2. "Where does space begin? - Aerospace Engineering, Aviation News, Salary, Jobs and Museums"Aerospace Engineering, Aviation News, Salary, Jobs and Museums। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-১০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]